শিরোনামঃ-

» সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা : ঢাকা থেকে আসছে সোয়াত টিম

প্রকাশিত: ২৪. মার্চ. ২০১৭ | শুক্রবার

নিজস্ব রিপোর্টারঃ সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে পরিচালিত অভিযানে পুলিশের সঙ্গে সোয়াত টিমও যোগ দিচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।

তিনি জানিয়েছেন, শুক্রবার (২৪ মার্চ) ভোররাত থেকে ৫ তলা ওই ভবনটি ঘিরে রাখে পুলিশ। পরে সকালে সেই অভিযানে যোগ দেয় র‍্যাব। ঢাকায় সোয়াত টিমকে খবর দেওয়া হয়েছে। তারা হেলিকপ্টারে সিলেটে পৌঁছলেই পুরোপুরি অভিযান শুরু করা হবে।

সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন জানিয়েছেন, ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা আল্লাহু আকবর আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে।

আতিয়া মহল নামের ৫ তলা বাড়িটির নিচ তলায় জঙ্গিরা অবস্থান করছে। তারা ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে। ওই বাড়ি সহ আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে এবং ওই বাড়ি সহ আশেপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত থেকে আতিয়া মহল নামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে বাড়িটি অবস্থিত।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930