শিরোনামঃ-

» আনন্দঘণ পরিবেশে শিক্ষাগ্রহন নিশ্চিত করতে হবে : তাহমিনা খাতুন

প্রকাশিত: ২৩. মার্চ. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ তিন দিনব্যাপী Quarterly Program Results and Learning Workshop বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট এক্সশেলসিউর এন্ড রিসোর্ট, খাদিম নগরে অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহমিনা খাতুন, উপ-পরিচালক, প্রাইমারি এডুকেশন, সিলেট বিভাগ, লিয়ানা গার্টস, চিফ অব পার্টি, রিড প্রজেক্ট, সেভ দ্য চিলড্রেন।

অন্যান্যের বক্তব্য রাখেন মো. শাহিন ইসলাম, উপ-পরিচালক, পার্টনারস ম্যানেজমেন্ট, রিড প্রজেক্ট, সেভ দ্য চিলড্রেন, মো. আকিদুল ইসলাম, উপ-পরিচালক, রিডিং, রিড প্রজেক্ট, সেভ দ্য চিলড্রেন, জিয়াউর রহমান শিপার, ফোকাল পারসন, এফআইভিডিবি-রিড, দেবাশিষ দত্ত প্রবাল, প্রজেক্ট কো-অর্ডিনেটর, এফআইভিডিবি-রিড সহ রিড প্রকল্পে কর্মরত সারা দেশের সিনিয়র পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা খাতুন বলেন, “মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে জিও-এনজিও’র যৌথ কাজের মাধ্যমেই প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব।”

READ (Reading Enhancement for Advancing Development) এর বিভিন্ন কর্মসূচী কর্তৃক প্রাপ্ত অভিজ্ঞতা সমূহ অন্যান্য সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে ছড়িয়ে দেয়ার জন্য তিনি উপস্থিত সবাইকে আহ্বান করেন। যা বাংলা পঠন দক্ষতা বৃদ্ধির সাথে সাথে শ্রেণিকক্ষে মুদ্রন সমৃদ্ধ (চৎরহঃ-জরপয) উপকরণ তৈরি, ব্যবহার ও আনন্দঘণ পরিবেশে শিক্ষাগ্রহন নিশ্চিত করে।

উল্লেখ্য, উক্ত Quarterly Program Results and Learning Workshop ২০ মার্চ ২০১৭ থেকে ২৩ মার্চ ২০১৭ইং পর্যন্ত সিলেট এক্সশেলসিউর এন্ড রিসোর্ট, খাদিম নগরে অনুষ্ঠিত হয় যেখানে হোস্ট হিসেবে এফআইভিডিবি দায়িত্ব পালন করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930