শিরোনামঃ-

» নিউজিল্যান্ডে ফের শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ আবহাওয়া ডেস্কঃ নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। এর আগে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে দুজন নিহত হয়েছে।
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর একটা ৪৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এর আগে মধ্যরাতে একই এলাকায় একই গভীরতায় ৭ দশমিক ৫ মাত্রার কম্পন অনুভূত হয়। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ পূর্ব উপকূলের বাসিন্দাদের উদ্ধার করছে ও সেখান থেকে সরিয়ে নিচ্ছে।

নিউজিল্যান্ডের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলিংটনের কাইকউরা শহরে একটি ধসে পড়া ভবন থেকে শতবর্ষী এক নারী ও তার ছেলের বৌকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তরুণী নারীর স্বামী মারা গেছেন।

অন্যদিকে একই শহরের দক্ষিণপশ্চিমে মাউন্ট লাইফোর্ডে এক নারী মারা গেছেন। অবশ্য তিনি শারীরিক সমস্যার কারণে মারা যেতে পারেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সরকারের তহবিলে পরিচালিত ভূমিকম্প পর্যবেক্ষণ প্রজেক্ট জিওনেট বলেছে, প্রথম যে বড় ভূমিকম্প হয়েছে সেটি মূলত আগের দুইটি ভূমিকম্পের আফটারশক। এই আফটারশক আরো কয়েক সপ্তাহ বা মাস পর্যন্ত চলবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031