শিরোনামঃ-

» মেধাবী ছাত্র রুবেল স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ দিরাই প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সর্দার:: দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেছেন রুবেল অকালে চলে গেলেও সে বেঁচে আছে আমাদের হৃদয়ে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তার সহপাঠীরা রুবেল স্মৃতি শিক্ষা বৃত্তির আয়োজন করেছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

আজকের এই বৃত্তি পরীক্ষা হাওর পাড়ের শিক্ষার্থীদের লেখা পড়া আরও উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস।

শুক্রবার বিকেলে চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের বাসিন্দা প্রয়াত এমসি কলেজের মেধাবী ছাত্র রুবেল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

রুবেল স্মৃতি সংসদের সভাপতি চরনাচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস এর সভাপতিত্বে ও  সাংগঠনিক সম্পাদক শেখ রনি’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ব্রজেন্দ্র গঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, শিক্ষক অসিত রঞ্জন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন  রুবেলের বড় ভাই রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাসেল মিয়া।

বক্তব্য রাখেন রাগিব রাবেয়া কলেজের প্রভাষক শাহীন আলম, প্রেসক্লাব কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, ব্র্যাকের এলাকা সমন্বয়কারী ফখরুল আলম ভুইঁঞা, মানিক দা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু হালদার, কবির আহমদ, আমির হোসেন প্রমুখ।

পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930