শিরোনামঃ-

» কোরবানির গরুর নাম ‘কালো মানিক’, মেসি, ‘বাদশা’!

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ডেস্ক:: কক্সবাজারের টেকনাফ পৌরসভার টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের কোরবানির পশুর হাটের চিত্র এটি। এখানেই লাল-কালো রংয়ের এই গরুর নাম রাখা হয়েছে ‘মেসি’।

এছাড়াও আরো বাহারি নামের গরু উঠেছে এখানে যেমন- ‘কালা মানিক’ এরপর ‘বাদশা’। এসব গরুকে ঘিরে ছিল উৎসুক সাধারণ মানুষের ভিড়।

তবে হাটে মেসির চেয়ে এগিয়ে ‘কালা মানিক’। তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে, ৫ লাখ টাকা দাম হাঁকা হলেও সন্ধ্যা পর্যন্ত গরুটির দাম ওঠে সাড়ে ৩ লাখ টাকা। কিন্তু গরুর মালিক উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়ার পানচাষি কালা মিয়া তাতে রাজি হননি।

অপরদিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার ফরিদ আলম হাটে বিক্রির জন্য আনেন ‘মেসি’কে। তিনি জানিয়েছেন, ৪ লাখ টাকার বেশি দাম পেলে তবেই তিনি মেসিকে বিক্রি করবেন।

‘মেসি’ নামের গরুর ওজন হবে প্রায় ৮ মণ। লোকজন ‘মেসির’ সামনে পেছনে দাঁড়িয়ে মুঠোফোনে তুলছে সেলফি। সেই সেলফি আপলোড হচ্ছে ফেসবুকে।

টেকনাফ সদর ইউনিয়নের ইউপি সদস্য ও পশু ব্যবসায়ী আবু ছৈয়দ হাটে আনেন ‘বাদশা’ নামের ১টি মোটা গরু। ৬ মণ ওজনের বাদশার দাম হাঁকা হচ্ছে ৪ লাখ টাকা।

প্রতিদিন এই হাঁট থেকে ৭ শতাধিক পশু বিক্রি হচ্ছে। তার মধ্যে ৪৫ থেকে ৫৫টি বড় গরু। যেগুলোর ওজন ৫ থেকে ৭ মণ। ২ থেকে ৪ মণ ওজনের পশু বিক্রি হচ্ছে ৯০ হাজার থেকে আড়াই লাখ টাকা।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031