শিরোনামঃ-

» লালাবাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার


Manual6 Ad Code

লালাবাজার প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার লালাবাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) লালাবাজারের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে স্থানীয় ভোটারদের মদ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
ভোটাররা জানান, সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র মতো একজন সুশিক্ষিত ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।
তারা আশাবাদ ব্যক্ত করেন, বিএনপি আগামী নির্বাচনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’কে মনোনয়ন দিয়ে এই এলাকার জনগণের প্রত্যাশা পুরণ করবে।
পথসভা ও গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন, ছাত্রনেতা নাবির মোহাম্মদ নিজাম, ছাত্রনেতা জাহিদুল ইসলাম জুনান, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, শহীদ মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ জানান, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র পক্ষে ইতোমধ্যে সিলেট ৩ আসনের প্রত্যেকটি এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে। যেখানেই তারা গিয়েছেন, প্রচুর সাড়া পেয়েছেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে আবারো তারা সিলেট ৩ আসনের প্রত্যেকটি এলাকার জনসাধারণের কাছে যাচ্ছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৩ বার

Share Button

Callender

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930