শিরোনামঃ-

» সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১. জুলাই. ২০২৫ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ ছালিম ম্যানশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কয়লা ব্যবসা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। আমরা ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সকলের স্বার্থ সংরক্ষণের জন্য একযোগে কাজ করবো।

পাশাপাশি সরকার যে রাজস্ব পায়, তা যেন যথাযথভাবে পরিশোধ হয় এবং সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালিত হয়, সে বিষয়েও আমরা সজাগ থাকবো।

বক্তারা আরও বলেন, বর্তমানে কয়লা আমদানীকারীরা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন। বন্দরে দ্রুত খালাস, আমদানি প্রক্রিয়ায় সহজীকরণ, পাথর ব্যবসায়ীর মতো কয়লা ব্যবসায়ীদেরও সরকারি বিভিন্ন পর্যায়ে স্বীকৃতি ও সহযোগিতা পাওয়া প্রয়োজন।

এই সংগঠনের মাধ্যমে আমরা সকলের কণ্ঠস্বরকে একত্রিত করে তা প্রশাসন ও সরকারের কাছে তুলে ধরবো।এই সংগঠন সকল আমদানীকারীর নিরাপদ বাণিজ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম হাতিয়ার হবে। সকলকে দায়িত্ব নিয়ে, সততা ও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মো. মঈন উদ্দিন, সহ সভাপতি মো. সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. সুহেল আহমদ, অর্থ সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, আন্তর্জাতিক সম্পাদক মো. আরিফ হোসেন, প্রচার সম্পাদক মো. মনিরুল হক, কার্যকরি সদস্য মো. নিয়াজ উদ্দিন, মো. জুয়েল আহমদ, মো. রুবেল মিয়া, ছালিম উদ্দিন পারভেজ, মো. নাসির উদ্দিন, মো. শামীম আহমদ, শাহাজ উদ্দিন আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031