শিরোনামঃ-

» এসএমপি‘র জুন, ২০২৫ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. জুন. ২০২৫ | রবিবার

নিউজ ডেস্কঃ
অদ্য রবিবার (২৯ জুন ২০২৫) দুপুর ৩টায় এসএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে জুন, ২০২৫ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে পুলিশ কমিশনার গত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তাঁরা অগ্রগতি বিষয়ে অবহিত করেন।
পুলিশ কমিশনার সকল পদবীর পুলিশ সদস্যকে কল্যাণ প্রস্তাব উপস্থাপন করতে বলেন।
তিনি উত্তাপিত কল্যাণ শুনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
এসময় বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫ যথাযথভাবে মেনে চলার জন্য সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।
বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫ অনুযায়ী পুলিশ বিভাগে কর্মরত কোন সদস্য পুলিশ পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না।
অনলাইন জিডি সম্পর্কে সকল পুলিশ সদস্যকে সম্যক ধারণা লাভ করতে হবে যাতে করে সাধারণ জনগণকে সুন্দরভাবে সেবা প্রদান করা যায়।
এছাড়াও পুলিশ কমিশনার সবাইকে সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পিওএম) রাজীব কুমার দেব, সিটিএসবি বিভাগের উচ্চমান সহকারী সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) দেলোয়ার হোসেন সরকার ও কনস্টেবল/৭২০ মোহাম্মদ রুবেল মিয়া‘দেরকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ কমিশনার।
এসময় জুলাই আন্দোলনে আহত ইসলাম উদ্দিনকে আর্থিক সহায়তা প্রদান করেন, পুলিশ কমিশনার মহোদয়।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো. রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আমিনুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৩ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031