শিরোনামঃ-

» চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘এন আইডল’ অর্গানাইজেশন

প্রকাশিত: ০৪. জুন. ২০২৫ | বুধবার

নিউজ ডেস্কঃ
সিলেটের ৬টি চা বাগানের মুসলিম চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘এন আইডল’ নন প্রোফিট অর্গানাইজেশন।

বুধবার (৪ জুন) বিকাল ৪টায় লাক্কাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপিস্থত ছিলেন, এন আইডল এর সভাপতি সাদ্দাম পাঠান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রশিদ, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর, ৬নং টুকেরবাজার ইউনিয়ন সদস্য ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মেম্বার দিপালী গোয়ালা, সমাজ সেবিকা লিপি খান, দৈনিক একাত্তর সাংবাদিক মো. লোকমান আহমদ, ফটো সাংবাদিক রেজুওয়ান আহমদ, ভয়েস সিলেট সাংবাদিক  রুবেল রাজ, লাক্কাতুরা চা বাগানের শিক্ষিকা রেবা সিনহা, কমিউনিটি  ফ্যাসিলেটর  এলি দাস, সোমা আক্তার, এন আইডল সদস্য আদনান হোসেন মেহদি ও শাহিন আহমদ।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘এন আইডল সংস্থাটি দীর্ঘদিন ধরে নানা মানবিক ও সামাজিক  কার্যক্রমের সাথে জড়িত। প্রতিবছর এর মতো এই ঈদে ও আয়োজন করেছে চা শ্রমিকদের মধ্যে ঈদ উপহার বিতরণ।

সংস্থাটি সিলেট এর ৬টি (লাক্কাতুরা, মালনীচড়া, আলিবাহার, তারাপুর, খাদিম, বুরজান) চা-বাগানে অসহায় ১৫০টি পরিবার এর ঈদের আনন্দ উপভোগ করতে এই কার্যক্রম হাতে নিয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রশিদ জানিয়েছে, মূলত দরিদ্র চা শ্রমিকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিতরণের মূল উপহার হচ্ছে নতুন কাপড়ুয়া নারী, পুরুষ  জন্যই থাকবে।

এন আইডল এর সভাপতি সাদ্দাম পাঠান বলেন, “প্রতিটি উৎসবের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষ উপভোগ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবার ঈদের আগে চা শ্রমিকদের জন্য এই উদ্যোগ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।”

ইনশাআল্লাহ আগামিতে আরো বড় কিছু করার প্রত্যাশা করছি।

আপনাদের সবার  দোয়া একান্ত প্রয়োজন।আজকের এই অনুষ্ঠানে সব চেযে যাদের অবদান সবচেয়ে বেশি, মো. সুফিয়ান আলী জার্মান প্রবাসি, জামাল রাফি,মো আবু তারেক  লন্ডন প্রবাসি, জিল্লুর রহমান  পোল্যান্ড প্রবাসি, মো. ফয়সাল আহমদ সৌদি প্রবাসি।

এ সময় সংগঠনের কার্যনিবাহী সদস্য ও চা বাগানের পঞ্চায়েত সদস্য  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেট এর বিভিন্ন  চা বাগান  দীর্ঘদিন ধরে অবহেলিত এবং সেখানকার শ্রমিকরা নানা দুর্ভোগে দিনযাপন করছেন।

এই ধরনের উদ্যোগ তাদের ঈদ উদযাপনকে কিছুটা হলেও আনন্দময় করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন অনুষ্ঠানের আসা গুণিজনরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30