শিরোনামঃ-

» সিলেটে হোটেল রয়েল মার্কে ভাংচুর লুটপাট : মিজান চৌধুরীর নিন্দা

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৫ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ
ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ হোটেল রয়েল মার্কসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
অবিলম্বে এর সাথে জড়িত সিলেটের সম্প্রীতি বিনষ্টকারী দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান তিনি।
মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে হোটেল রয়েল মার্ক পরিচালনা পর্ষদের পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে আমাদেরও অবস্থান।
ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সুদস্যরাও সক্রিয় রয়েছেন। কিন্তু মিছিলের নামে প্রকাশ্য দিবালোকে একটি অভিজাত হোটেলে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় আমরা বিস্মিত ও ক্ষুদ্ধ। ইসলাম শান্তির ধর্ম। কারো প্রতিষ্ঠানে হামলা লুটপাট ইসলাম সমর্থন করেনা। কিন্তু আমরা সোমবার দেখলাম সিলেটের দীর্ঘদিনের সম্প্রীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে হোটেলে কিভাবে হামলা চালানো হয়েছে।
এতে প্রতিষ্ঠানের কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, দিনভর সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় সিলেটবাসী হতবাক। এর সাথে জড়িতরা কোনভাবেই তৌহিদী জনতা হতে পারেনা। এরা দুর্বৃত্ত। এদেরকে কঠোর হস্থে দমন করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিক্ষোভের নাম ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের পথ চিরতরে বন্ধ করতে হবে।
তিনি বলেন, সোমবার মিছিল থেকে কতিপয় দুর্বৃত্ত দফায় দফায় আমাদের রয়েল মার্ক হোটেলে অবস্থিত রেষ্টুরেন্ট-কফি শপে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। হোটেলের রিসিপশনে থাকা কাউন্টার, ডেস্কটপ, ল্যাপটপসহ সকল আসবাবপত্র ভাংুচর করা হয়েছে।
এসময় হোটেলের ক্যাশে থাকা ১ লক্ষ ৮৪ হাজার নগদ টাকা লুট করা হয়েছে। হোটেলের লিফট, জেনারেটর, সাব স্টেশন, নিচ থেকে ৬ তলা পর্যন্ত গ্লাস, লাইটিং ভাংচুর করা হয়েছে। হোটেলের থাকা ছোপড়া রেষ্টুরেন্টকে পুরোপুরি ভেঙ্গে ফেলা হয়েছে। হোটেলের আরেকটি প্রতিষ্ঠান ক্রিমস কফি শপেও ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে।
পূণ্যভুমি সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে এমন দুর্বৃত্তপনায় আমরা উদ্বিগ্ন। ইতোমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিলেট চেম্বার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শন করেছেন।
অবিলম্বে হোটেল রয়েল মার্কসহ নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থি নিশ্চিত করতে হবে। এই ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সিলেটের সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930