শিরোনামঃ-

» ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম সিলেটের মানববন্ধন

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৫ | মঙ্গলবার

সাইবার বুলিং ভীত না হয়ে সাহসী হয়ে মোকাবেলা করা উচিত : কয়েস লোদী

নিউজ ডেস্কঃ
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সাইবার অপরাধ, বিশেষত সাইবার বুলিয়িং, আধুনিক যুগে এক নতুন মনস্তাত্ত্বিক অত্যাচারে পরিণত হয়েছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে মানুষ প্রতিনিয়ত ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত থাকছে।

ফলে সাইবার অপরাধের শিকার হওয়ার ঝুঁকিও বাড়ছে। সাইবার বুলিয়িং অনলাইনে অপমান, হুমকি বা অবমাননাকর আচরণ করা, যার ফলে একজন ব্যক্তির মানসিক, সামাজিক এবং কখনো কখনো শারীরিক ক্ষতিও হতে পারে।

তিনি আরও বলেন, ফেসবুক লাইভে বিভিন্ন ধরণের প্রচার-প্রচারণায় সাইবার বুলিংয়ের শিকার হন অনেকে। লাইভ সেশনে কিছু বিকৃত মানসিকতার ইউজার খারাপ এবং অশ্লীল মন্তব্য করে।

এতে ব্যবহারকারী প্রায়ই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং হেনস্তার মধ্যে পড়েন। এমন ঘটনা আমাদের চারপাশে অহরহ ঘটছে, যা সামাজিক এবং ব্যক্তিগত জীবনকে বিপর্যস্ত করে তুলছে।

তিনি বলেন, সাইবার বুলিং একটি বাড়ন্ত সমস্যা, যা মোকাবিলায় সচেতনতা ও সঠিক আইনি পদক্ষেপ প্রয়োজন। সাইবার বুলিং ভীত না হয়ে বরং সাহসী হয়ে মোকাবেলা করা উচিত।

তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম সিলেটের উদ্যোগে ধর্ষণ ও হত্যার হুমকি এবং সাইবার বুলিং এর মাধ্যমে আত্মহত্যা করতে প্ররোচিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরান হোসেন হেলাল এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি পাল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জৌতি এষ, জেলা বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাসান মঈন উদ্দিন আহমদ মইনুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অনলাইন এক্টিভিস্ট ফজলে এলাহী পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও জেড ফোর্স সাইবার ট্রুপস এর প্রতিষ্ঠাকালীন সদস্য কামরুল হাসান, ফোর্স সাইবার ট্রুপস এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, সিলেট মহানগর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষ, নির্ঝর রায়, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ সুরমা থানা কমিটির সদস্য সচিব মুন্না ঘোষ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম দোয়েল, যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ, এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তানভীর আহমেদ খান, জেলা ছাত্রদলের দফতর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক মোফাজ্জল চৌধুরী মোর্শেদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক আশিকুর রহমান তারেক, মোস্তাফিজুর রহমান, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের তানভীর আহমদ খান, মাহবুব হোসেন, ৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমদ, রোমান আহমদ, জেলা ছাত্রদল নেত্রী মাইশা আক্তার জৌতি, ছাত্রদল নেতা রাফিউল হাসান চৌধুরী শিমুল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930