শিরোনামঃ-

» ‘প্রশাসনের ঢিলেমীর কারণে তুরাব হত্যাকারীরা এখনো ধরাছোয়ার বাইরে’ : এনসিপি নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২৫ | বুধবার

নিউজ ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, প্রশাসনের ঢিলেমীর কারণে তুরাব হত্যাকারীরা এখনো ধরাছোয়ার বাইরে আছে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আট মাস পেরিয়ে গেলেও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শাহাদতবরণকারী সিলেটের সাংবাদিক এটিএম তুরাবের সকল খুনীদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

নুরুল হুদা জুনেদ বুধবার (২ এপ্রিল) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্বপালনকালে সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সাথে ঈদ উত্তর সাক্ষাৎ ও কুশল বিনিময়কালে এসব কথা বলেন।

বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুরে শহীদ এটিএম তুরাবের নিজ বাসভবনে এ সময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, শহীদ তুরাবের বড় ভাই আবুল কালাম মো. শরীফ ও আবু জাবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিয়ানীবাজার উপজেলার সংগঠক শাহরিয়ার ইমন সানি,ওয়ারিয়র্স অফ জুলাই সিলেট জেলা সদস্য সচিব আব্দুল ওয়াহিদ উমায়ের, এনসিপি বিয়ানীবাজারের সংগঠকবৃন্দ যথাক্রমে এনায়েত হোসেন, আবিদ আহমদ, সুপ্রিয় বড়ুয়া ,আমজাদ হোসেন, মিনহাজুল আলম, দেলওয়ার হোসাইন চৌধুরী প্রমুখ।

ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ শহীদ তুরাবের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন।

তুরাব হত্যার মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।তিনি বলেন, চব্বিশের ১৯ জুলাই তুরাব খুন হয়েছেন। এখন পর্যন্ত অভিযুক্ত আসামীদের কোন অভিযোগপত্র (চার্জশীট) দিতে পারেনি পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা আরো আন্তরিক হলে বিচারকার্য ত্বরান্বিত হত বলে মন্তব্য করেন, তিনি।

নুরুল হুদা জুনেদ বলেন, রহস্যজনক কারণে প্রশাসন জুলাইয়ের ছাত্র নাগরিক হত্যাকারী খুনী অপরাধীদের গ্রেফতার করছে না।

ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রকাশ্যে সিলেট নগরীতে মিছিল করছে।

তিনি এটিকে প্রশাসনিক দূর্বলতা উল্লেখ করে বলেন, অবিলম্বে তুরাব হত্যাকারী সহ সিলেটে নিহত সকল শহীদদের খুনীদের গ্রেফতার করতে হবে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শক্তি শহীদ,আহত ও আন্দোলনকারী অংশীজনদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় শহীদ পরিবার ও আহতদের পাশে আছে বলে অভিহিত করেন এনসিপি নেতা নুরুল হুদা জুনেদ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930