শিরোনামঃ-

» স্বাধীনতা স্মৃতি পদকে’ ভূষিত অধ্যক্ষ মো. ফয়জুল হক

প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৫ | বৃহস্পতিবার

নিউজ ডেস্কঃ
সার্ক কালচারাল ফোরাম কর্তৃক প্রবর্তিত ‘স্বাধীনতা স্মৃতি পদক – ২০২৫’ লাভ করেছেন স্কলার্সহোম মেজরটিলা কলেজ, সিলেটের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

সার্ক কালচারাল ফোরাম ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এক সামাজিক ও মানবিক সংস্থা।

প্রতি বছর সমাজকল্যাণে অগ্রণী ভূমিকা পালনকারী রথীদের সম্মাননা প্রদান করা ও শিক্ষা-সংস্কৃতির বিকাশে কাজ করা এর লক্ষ্য ও উদ্দেশ্য।

এ বছর  ‘শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে’ বিশেষ অবদানের স্বরূপ জুড়ি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত হয়েছেন অধ্যক্ষ জনাব হক।

প্রতিক্রিয়ায় ফয়জুল হক বলেন, “আমি ভাগ্যবান;বলার পাশাপাশি যে কোন পুরস্কার বা সম্মাননা কাজের ক্ষেত্র ও দায়িত্ব বাড়ায়। আমি সবার কাছে দোয়া চাই, যেন দেশ ও জাতির কল্যাণে আগামীতে আরো আন্তরিকতা ও আমার সবটুকু দিয়ে কাজ করে যেতে পারি।”

এ উপলক্ষে আগামী শনিবার (১৫ মার্চ) সাড়ে ৩ টায় ঢাকার বিজয়নগরের থ্রি স্টার হোটেল অর্নেটের জিনিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত থাকবেন, ভারত ও  বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, সাংবাদিক প্রমুখ।

অধ্যক্ষ ফয়জুল হক ইতোমধ্যে তাঁর কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সম্মাননা পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য ‘পাহাড়িকা সাহিত্য সভা’ দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত কর্তৃক লাভ করেছেন ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস এওয়ার্ড’।

এছাড়া, তিনি সাউথ এশিয়া কালচারাল কাউন্সিলের উদ্যোগে প্রবর্তিত ‘সাউথ এশিয়া গোল্ডেন পীস এওয়ার্ড -২০২৩ এ ভূষিত হয়েছেন।

ফয়জুল হক, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড-২০২৩’ এবং কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘৫ম গ্লোবাল চেঞ্জ মেকারস এওয়ার্ড’ ২০২৪- এ সম্মানিত হয়েছেন।

এছাড়া তিনি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম কর্তৃক আয়োজিত ‘এশিয়ান এডুকেশন সামিটে’ ডেলিগেট হিসেবে অংশ নিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৫ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930