শিরোনামঃ-

» শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদে ‘মুসলিম জীবনে আল কুরআন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২৫ | শুক্রবার

নিউজ ডেস্কঃ
সিলেটের ঐতিহ্যবাহী শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে এক বিশেষ ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বাদ জুম্মা “মুসলিম জীবনে আল কুরআন” শীর্ষক এই সেমিনার ও প্রশ্নোত্তর পর্বে প্রখ্যাত ইসলামিক বক্তারা অংশগ্রহণ করেন।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল কুরআনের আলোকে মুসলিমদের জীবনের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং ইসলামিক জ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরা।

শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স কমিটির সভাপতি শফিক উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. নরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও গবেষক শায়েখ মুফতি কাজী ইব্রাহিম কুরআনের গুরুত্ব, আধুনিক জীবনে এর প্রাসঙ্গিকতা এবং মুসলিমদের জন্য এর পথনির্দেশ সম্পর্কে গভীর আলোচনা করে তিনি বলেন, “কুরআন শুধু পাঠের জন্য নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ ও বাস্তবায়নের জন্য নাজিল হয়েছে।

মুসলিম উম্মাহ যদি কুরআনকে ঠিকভাবে বুঝে এবং তার নির্দেশনা মেনে চলে, তবে দুনিয়া ও আখিরাত-দুই ক্ষেত্রেই সফলতা আসবে।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়েখ সাঈদ বিন নূরুজ্জামান মাদানী, যিনি একজন বিশিষ্ট দাঈ ও সৌদি আরবে দ্বীন প্রচারের সঙ্গে যুক্ত। তিনি বলেন, কুরআন আল্লাহর পক্ষ থেকে এক পরিপূর্ণ জীবন বিধান।

এটি শুধুমাত্র নামাজ-রোজার জন্য নয়, বরং পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা প্রদান করে। মুসলিমদের উচিত কুরআন অধ্যয়ন করা এবং এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিকন্দর আলী, মহানগর জামায়াতের সেক্রেটারী শাহজাহান আলী, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে এর ইমাম ও খতিব মুজিবুর রহমান।

এছাড়াও মসজিদ কমিটি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, চিকিৎসক, রাজনীতিবিদ সহ এলাকার যুবসমাজের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সেমিনারের পূর্বে প্রথম সালাতুল জুম্মার নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকে শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স হাজারো মুসল্লিরা নামাজ আদায় করে।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও গবেষক শায়েখ মুফতি কাজী ইব্রাহিম।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৫ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930