» যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে হবে : এমরান চৌধুরী

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৪ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। আমরা সকলে দেশের সমান নাগরিক। যে অপরাধ করবে, সে অপরাধী।

অপরাধীর ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় মূখ্যবিষয় নয়। গণখূনি শেখ হাসিনার পতনের পর আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশী-বিদেশী ষড়ডন্ত্র চলছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে বসে দেশের সাম্প্রদায়ীক দাঙ্গা বাঁধানোর জন্য উষ্কানী দিচ্ছে। তার যেকোন মূল্যে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণতান্ত্রিক শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও  গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কাংঙ্খিত উন্নয়ন হয়নি। বিগত ১৫ বছর সংসদ সদস্য পদ দখল করে এই দুই উপজেলায় লুটপাট করা হয়েছে। রাস্তাঘাট ও ব্রিজ কালবার্টের বেহাল দশা। মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী নির্বাচনে আপনারা বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব হলে উন্নয়নের জোয়ার বইবে ইনশাআল্লাহ।

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও দুবাগ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আম্বিয়া আহমদ চৌধুরী সভাপতিত্বে, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, ত্রাণ পুর্ণবাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমেদ রানু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, আব্দুল কুদ্দুস, হাফিজ আহমদ, সিলেট মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, বিয়ানীবাজার উপজেলা শ্রমিকদলের সভাপতি আলী আহসান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হুসেন সুভাস,যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ,তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কয়ছর আহমদ, সাহবুদ্দিন, কামরুজ্জামান, সুহেল আহমদ,তারেক আহমেদ, শাহিন আহমেদ, যুবদল নেতা রুমন আহমেদ, দেলওয়ার আহমদ, আনোয়ার হুসেন প্রমুখ।

এর আগে তিনি শুক্রবার বিকেলে উপজেলার মাখযানুল উলূম গাফফারিয়া মাদ্রাসা ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় পরিদর্শন  সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31