শিরোনামঃ-

» আকবেটের ইউনিভার্সাল চিলড্রেনস্ ডে পালিত; শিশুদের নিরাপত্তা ও উন্নয়নে কাজ করতে হবে

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৪ | বুধবার

ডেস্ক নিউজঃ

দেশের ভবিষ্যৎ এ শিশুদের হাতেই। এজন্য শিশুদের যত্ন, অধিকার, নিরাপত্তা, ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই প্রতিটা শিশু নিরাপদে বেড়ে উঠবে। কারন শিশুরাই আগামী দিনের স্বপ্ন, অনাগত দিনের নতুন ইতিহাস।

বুধবার ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে ইউ’কে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। এবারের শিশু দিবসের প্রতিপাদ্য ‘লিসেন টু দ্যা ফিউচার’ এই স্লোগানকে সামনে রেখে শিশুদের নিয়ে সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আকবেট-এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েমের সভাপতিত্বে ও সহকারী পরিচালক ফাইন্যান্স এডমিন ফাহমিদা সুলতানা তানিয়ার পরিচালনায় নগরীর হাউজিং এস্টেটে আয়োজিত সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজি মোহাম্মদ জাফর, এডুকেশন ট্রাস্ট-এর সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, কো-অর্ডিনেটর তানজিনা আক্তার মুক্তা, সহকারী কো-অর্ডিনেটর ইয়াসিমন আক্তার, অফিসার প্রোগ্রাম সার্পোট বাঁধন রায় প্রমুখ।

উল্লেখ্য, আকবেট ২০১৩ সাল থেকে শ্রমজীবী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রোগ্রামের আওতায় রয়েছে শ্রমজীবী শিশুদের শিক্ষার ব্যবস্থা, তাদের স্কুল ভর্তি ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা করা, তাদের পরিবারের আর্থিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন আর্থিক সহযোগিতা করা এবং সাধারণ মানুষের মধ্যে শিশুর সুরক্ষা, শিশুর অধিকার শিশুশ্রম ও বাল্য বিবাহের কুফল বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728