শিরোনামঃ-

» সিলেট অনলাইন প্রেসক্লাবে স্বপ্ন সারথি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২৪ | মঙ্গলবার

“তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার উদ্যোগ”

স্টাফ রিপোর্টারঃ

স্বপ্ন সারথি ফাউন্ডেশনের উদ্যোগে ‌‌’কেমন হবে নতুন বাংলাদেশ: তারুণ্যের ভাবনায়’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বপ্ন সারথি ফাউন্ডেশনের পরিচালক সাইফুর রহমান মাছুম এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি প্রবন্ধ প্রতিযোগিতার জন্য লেখা আহ্বান করেন এবং আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন ও উত্তর পত্র গ্রহণ করা হবে বলে জানান।

তিনি লিখিত বক্তব্যে বলেন, বিগত ৫ আগষ্ট স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দেশের সার্বিক পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তনের পর চলমান পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে তরুণদের চিন্তা চেতনার সমন্বয় সাধন ও তাহা প্রকাশ ঘটাতে “কেমন হবে নতুন বাংলাদেশ তারুণ্যের ভাবনায় (রাজনীতি, অর্থনীতি, বানিজ্য, শিক্ষা, বেকারত্ব দূরীকরণ)” শীর্ষক প্রবন্ধ লিখন প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বপ্ন সারথি ফাউন্ডেশনের এই উদ্যোগের ফলে তরুণদের ভাবনা ও মত প্রকাশের এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। যার মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

তিনি মনে করেন, তরুণদের ভাবনা ও চিন্তা ধারায় সৃজনশীলতা তৈরি হবে। তাহার উন্নয়ন সাধন হবে। সংশ্লিষ্ট বিষয়ে উন্মুক্ত আলোচনার পরিবেশ তৈরি হবে। রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের সক্রিয় অংশ গ্রহণে উৎসাহিত করা হবে। বিভিন্ন প্রতিভাবান তরুণদের একত্রিত করে তাদের কল্যানে অবদান রাখা হবে।

শ্রেষ্ঠ লেখকদের প্রবন্ধগুলোর সমন্বয়ে প্রবন্ধগ্রন্থ প্রকাশ করা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা পরিষদের কাছে রাষ্ট্র সংস্কারের/পুনর্গঠনের রুপরেখা বা তরুণদের পরামর্শ হিসেবে এই পান্ডুলিপি পৌঁছে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই প্রতিযোগীতার মাধ্যমে তরুণরা অনেক উপকৃত হবেন। যেমন রাজনীতি ও সরকারে এগিয়ে আসার জন্য তরুণদের মধ্যে প্রাণ সঞ্চার, দেশের মজবুত অর্থনৈতিক কাঠামো গঠনের উদ্যোগ, এবং উদ্দোক্তা গড়ার প্রয়াস, নৈতিক ও সৃজনশীল শিক্ষার উন্নয়নের পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে মনোনিবেশ, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির কার্যকরি পদক্ষেপ, ব্যবসা ও বানিজ্যে উন্নয়নের জন্য উদ্ভাবনী চিন্তার প্রকাশ এবং প্রয়োগ করা।

তিনি বলেন, দক্ষ ও অভিজ্ঞ পরীক্ষক বোর্ড দ্বারা মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। এবং প্রথম ৫ জনকে নগদ এক লক্ষ টাকা ও দ্বিতীয় ৮জনকে নগদ আশি হাজার টাকা পুরষ্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

এছাড়াও কিছু বিশেষ পুরষ্কার বিতরণ করা হবে। ৫ ডিসেম্বর ফাউন্ডেশনের ফেইসবুক থেকে ফলাফল প্রকাশ করা হবে এবং পুরষ্কার বিতরণের প্রক্রিয়া স্থান ও সময় সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হবে। ফেইসবুকেই ঘোষনা দেওয়া হবে।

তিনি আশা করেন, এ প্রতিযোগিতা শুধু একাডেমিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক দায়িত্বশীলতার ক্ষেত্রেও তরুণদের ভাবনা ও সমাধানমূলক চিন্তায় উৎসাহিত করবে। স্বপ্ন সারথি ফাউন্ডেশন দেশের তরুণদের জন্য এটি একটি প্লাটফর্ম তৈরী করেছে, যেখানে তরুণরা সমাজের নানা দিক নিয়ে তাদের মতামত ও চিন্তা ব্যাক্ত করতে পারবে এবং সমাজের জন্য কার্যকর পরিবর্তন আনতে সাহায্য করবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031