শিরোনামঃ-

» জঙ্গিরা ইসলাম ও মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে : আইজিপি

প্রকাশিত: ১০. জুন. ২০২৪ | সোমবার

নিউজ ডেস্কঃ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জঙ্গিরা ইসলাম ও মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে। তাঁরা সারা বিশ্বে মুসলমানদের সন্ত্রাসী হিসেবে পরিচিত করতে পবিত্র ইসলামের নাম ব্যবহার করছে।

রবিবার (১০ জুন) সকাল ১১টায় সিলেট জেলা পুলিশ লাইন্স ড্রিল সেড-এ ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, আলেম ও সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের অনেক সক্ষমতা বেড়েছে, এখন অপরাধ সংঘটিত হবার পূর্বেই আমরা তথ্য পেয়ে যাই। বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে চাই।

দেশের মানুষকে মহানবীর জীবনী এবং প্রকৃত ইসলাম অনুস্মরণ করতে উদ্বুদ্ধ করতে তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানান।

ডিআইজি (প্রশাসন) এন্টি টেররিজম ইউনিট মফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যডিশনাল আইজি (এন্টি টেররিজম) এস এম রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি, পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম বার।স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন পিপিএম।

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৫ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31