শিরোনামঃ-

» সিলেটে যুবদলের উদ্যোগে আইন সহায়তা সেলের আইনজীবীদের সংবর্ধনা

প্রকাশিত: ২৯. মে. ২০২৪ | বুধবার

গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রের বিজয় ঠেকানো যাবেনা : নাসিম হোসাইন

ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ইতিহাস স্বাক্ষী হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রের বিজয় ঠেকানো যায়না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বাকশাল কায়েম করার স্বপ্ন এদেশে কখনো পূরণ হবেনা।
গত ১৮ বছর ধরে বিএনপির উপর সীমাহিন জুলুম নিপীড়ন চালানো হচ্ছে। হাজার হাজার মামলায় লাখ লাখ নেতাকর্মী আসামী। কিন্তু এর পরও বিএনপিকে দমানো যায়নি।
শহীদ জিয়া প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী শক্তির সংগ্রাম চলছে চলবে। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে আমাদের পথচলা অব্যাহত থাকবে।
এক্ষেত্রে জাতীয়তাবাদী আদর্শের সকল স্তরের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। বিগত সময়ে জাতীয়তাবাদী আদর্শের আইনজীবীদের ভুমিকা নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বুধবার (২৯ মে) বিকেলে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে জেলা-মহানগর বিএনপির আইন সহায়তা সেলের আইনজীবীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক  ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী ও মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

বিশেষ অতিথির বক্তব্যে আইন সহায়তা সেলের প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ইতিহাস স্বাক্ষী আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে চলেনা।

আওয়ামী লীগ যখনই ক্ষমতা গিয়েছে তখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে। এদেশে গণতন্ত্র হত্যাকারীদের শেষ পরিনতি ভালো হয়নি।
আওয়ামী বাকশালীদেরকেও কঠোর পরিনতি বরণ করতে হবে। তিনি নেতা কর্মীদের উদ্দ্যেশ্যে বলেন ত্যাগী ও নির্যাতিত নেতা ও কর্মীদের পাশে জাতীয়তাবাদী আইন সেলের আইনজীবীগণ অতীতের ন্যায় ভবিষ্যতে ও পাশে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ জাতি মুক্তির প্রতিক্ষায় প্রহর গুণছে। ডামি সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। র্দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। নিত্যপণ্যের উর্ধ্বগতিতে জনজীবন থমকে আছে। এই সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জনতার মুক্তি সম্ভব নয়।

অন্যান্য বক্তারা আইন সহায়তা সেলকে একটি যুগান্তকারী হিসেবে উল্লেখ করে সারা বাংলাদেশের মধ্যে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেন এবং এই সেলের সকল আইনজীবীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সিলেট জেলা ও মহানগর বিএনপির আইন সহায়তা সেলের সংবর্ধনাপ্রাপ্ত আইনজীবী নেতৃবৃন্দ হলেন, এডভোকেট আল আসলাম মোমিন, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট মো. এজাজ উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ ও এডভোকেট মো. আব্দুল হাই রাজন।

অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত আইনজীবীদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাতিহ্য সংসদ কেমুসাসের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন ও ইসহাক আহমদ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031