শিরোনামঃ-

» শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে তথ্য অধিকার বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. মে. ২০২৪ | রবিবার

ডেস্ক নিউজঃ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, জনসাধারণের ক্ষমাতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দূর্ণীতি হ্রাস করে সুশাসন প্রতিষ্ঠার জন্য তথ্য প্রাপ্তির অধিকার সুনিশ্চিত করতে হবে। এই মহৎ উদ্দেশ্যেই তথ্য অধিকার আইন, বিধিমালা ও প্রবিধানমালা জানা অত্যন্ত প্রাসঙ্গিক। সকল নাগরিকের অধিকার রয়েছে তথ্য জানার। তাই তাঁদেরকে সঠিক তথ্য প্রদান করতে হবে।

রবিবার (২৬ মে) সিলেট সার্কিট হাউজের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে তথ্য অধিকার বিষয়ক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে ও উপসচিব (প্রশিক্ষণ) বিমলেন্দু ভৌমিকের পরিচালনায় কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ও প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতের বিভিন্ন সেক্টরের মালিক/ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধি, শিশুশ্রম নিরসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮১ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031