শিরোনামঃ-

» শাহজালাল মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করেছে সিসিক

প্রকাশিত: ২৬. মে. ২০২৪ | রবিবার

ডেস্ক নিউজঃ
প্রতি বছরের ন্যায় হযরত শাহজালাল (রহ.) এর মাজারের বার্ষিক ৭০৫তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩টি গরু হস্তান্তর করেছে সিলেট সিটি কর্পোরেশন।

সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সফরে থাকায় ভারপ্রাপ্ত মেয়র মো: মখলিছুর রহমান কামরান এ উপহার হস্তান্তর করেন।

রবিবার (২৬ মে) বিকাল সাড়ে ৫টায় মাজারের মতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ ৩টি গরু হস্তান্তর করেন তিনি।

এসময় সিসিক ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতি বছর ওরসের সময় মাজারে আগত ভক্তদের খাবারের জন্য গরু উপহার হিসেবে দেন। প্রতি বছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩টি গরু হস্তান্তর করেছে সিটি কর্পোরেশন।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সিলেটের মানুষের আবেগ-অনুভূতির সঙ্গেও সম্পৃক্ত। তাই সিলেটের বিশেষ বিশেষ দিনে তিনি উপহার সামগ্রী পাঠিয়ে থাকেন। যুক্তরাজ্য থেকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সার্বক্ষনিক খবর রাখছেন এবং ওরসে আগত ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সিটি কর্পোরেশনের কাউন্সিলদের মধ্যে আজাদুর রহমান আজাদ, শেখ তোফায়েল আহমদ শেপুল, আব্দুর রকিব বাবলু, জয়নাল আবেদীন, আব্দুল মুহিত জাবেদ, এস এম শওকত আমীন তৌহিদ, আব্দুর রকিব তুহিন, রায়হান হোসেন, হেলাল আহমদ, মো. রকিব খান, রেবেকা বেগম উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকতার্ মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব আশিক নূর, বর্জ্য ব্যবস্থাপনা প্রধান লে. কর্নেল একলিম আবদীন (অব:), পরিবহন শাখা বিভাগীয় প্রধান লে. কর্নেল মাহমুদুল্লাহ সজীব (অব:), জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর সহ বিভিন্ন কর্মকর্তা এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুফতি আব্দুল খাবির উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১২২ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30