শিরোনামঃ-

» নিহত পুলিশ সদস্য মুস্তাফিজুর রহমানের স্মৃতিতে নির্মিত গোলঘর “প্রেরণা” শুভ উদ্বোধন

প্রকাশিত: ১৯. এপ্রিল. ২০২৪ | শুক্রবার

পুলিশ জীবন দিয়ে দেশের জনগণের নিরাপত্তা দিচ্ছে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

ডেস্ক নিউজঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা তাদের জীবন দিয়ে এদেশের মানুষকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় দেশের পুলিশবাহিনীর সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। দেশের আপামর মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশের ক্রান্তিলগ্ন মোকাবেলায় পুলিশ সদস্যদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে যুক্তরাজ্য হাউড যুবলীগের সভাপতি মোহাম্মদ ইকবাল সমুজের সহযোগিতায় ওসমানীনগর উপজেলায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য মো. মুস্তাফিজুর রহমানের স্মৃতিতে নির্মিত গোলঘর “প্রেরণা” শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এদেশের পুলিশ জনগণের বন্ধু ও সেবক। সাধারণ মানুষের মাঝে পুলিশভীতি কেটে গেছে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের কারণে। দেশের মানুষ এখন ৯৯৯ কল করে দ্রুত সেবা গ্রহণ করছে। পুলিশবাহিনীর একার পক্ষে কাজ করা সহজ নয়। তাই পুলিশ বাহিনীকে সহায়তা করতে এই কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পিপিএম সেবা, ওসমানীনগর থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, অফিসার ইনচার্জ রাশেদুল হক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি শাহানুরুর রহমান শাহনুর, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তফজ্জুল আলী, ফেরদৌস খান, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮০ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031