শিরোনামঃ-

» সিলেটে ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালিত

প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০২৪ | বৃহস্পতিবার

ঐতিহ্যবাহী এমসি কলেজের স্থাপনাসহ সিলেটের প্রত্নস্থল সংরক্ষণে এগিয়ে আসার আহবান

ডেস্ক নিউজঃ

ঐতিহ্যের ধারাবাহিকতায় সমৃদ্ধি-শান্তির পথে এগিয়ে যাবার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে সিলেটে বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয়েছে। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেট-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ‘ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।

ট্রাস্টের সদস্যসচিব অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বক্তারা সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের স্থাপনা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে সারাদেশের ন্যায় সিলেটের বিভিন্ন আনাচে-কানাচে অসংখ্য প্রত্নস্থল বিদ্যমান উল্লেখ করে এইসব প্রত্নস্থল সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

বক্তারা উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে শুধুমাত্র অসচেতনতার কারণে আমাদের অনেক ঐতিহাসিক নিদর্শন আমরা ধ্বংস করে ফেলি।

মুক্ত আলোচনায় নানা পেশার ব্যক্তিরা সাম্প্রতিক সময়ে সিলেটের আবু সিনা ছাত্রাবাসের স্থাপনা, গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী ব্রিজ ভেংগে ফেলার দুঃখজনক ঘটনার উল্লেখ এখন পর্যন্ত টিকে থাকা ঐতিহাসিক স্থাপনাসমুহ সংরক্ষণে দ্রæত ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে সিলেটে প্রতœতত্ত¡ অধিদপ্তরের আঞ্চলিক অফিস স্থাপনের আহবান জানান।

আলোচনায় অংশ নেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাপা সিলেট-এর সভাপতি জামিল আহমদ চৌধুরী, শাবিপ্রবি’র সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. মোহাম্মদ মোস্তাবুর রহমান, শাবিপ্রবি’র ড. এম ফারুক উদ্দিন, মদনমোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, এডভোকেট আনসার খান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট খায়রুল আলম, আওয়ামী লীগ নেতা জগলু চৌধুরী, মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ এম. শহীদুল ইসলাম, বাসদ নেতা উজ্জ্বল রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর, কেমুসাস-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সহ সভাপতি সেলিম আউয়াল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, সেইভ দ্য হেরিটেজ-এর সভাপতি আবদুল হাই আল হাদী, এডভোকেট সৈয়দ মনির আহমদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের তানজিনা বেগম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031