শিরোনামঃ-

» সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০২৪ | মঙ্গলবার

পরিবেশ অধিদপ্তরের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহবান

ডেস্ক নিউজঃ

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের বিভিন্ন অনিয়মে নাজেহাল সাধারণ নাগরীকরা, বিশেষ করে যে কোন বিষয়ে পরিবেশ অধিদপ্তরে গেলেই পরিচালক এমরান হোসেনের অবৈধ দাবীর মুখে ইচ্ছার বিরুদ্ধে মোটা অংকের উৎকোচের বিনিময়ে কাজ করতে বাধ্য হন।

শুধু তাই নয় সম্প্রতি ছাতক উপজেলার চেচান গ্রামের শাহ বাড়ীর মেসার্স নাফিসা এগ্রো ফার্মের বিরুদ্ধে পরিবেশ দূষনের ভুক্তভোগিদের বার বার অভিযোগ দিলেও দুর্নীতিবাজ এমরান হোসেন কোন ব্যবস্থা না নিয়ে পরিবেশের ছাড়পত্র দিয়েছেন যা কিছুতেই মেনে নেয়া যায় না।

তাছাড়া সিলেটের বিভিন্ন অঞ্চলে বাসা বাড়ীতে কাজ করতে হলে বাড়ীর ভিটার মাটি কাটতে গেলেই পরিবেশ লংঘনের অভিযোগ এনে অহরহ মামলা করা হচ্ছে। তদন্ত পূর্বক উপ পরিচালক এমরান হেসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও ফোরামের সদস্য সচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ১১নং সেক্টরের কম্পানী কমান্ডার অধ্যাপক শেখ আব্দুস সোবহান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, এড উবায়দুর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি, লেখক, গবেষক এ কে আজাদ খান।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রান কান্ত দাস, দুর্নীতি মুক্ত ফোরাম কেন্দ্রীয় সাধারন সম্পাদক মকসুদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাওয়র উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, দুর্নীতি প্রতিরোধ মঞ্চ সিলেট মহানগর সাখার সাধারন সম্পাদক মো. আবর মিয়া পীর, দোয়ারা বাজার সমিতির সিলেটের সভাপতি মাসুক আহমদ তাহের, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ কেন্দ্রিয় নির্বাহী সদস্য শাহরিয়ার হোসেন খান সাকিব, সিলেট জেলা সাখার সাধারন সম্পাদক আঃ রহিম তালুকদার ও জেলা শাখার অর্থ সম্পাদক আঃ রহিম লাল মিয়া, শিল্পি তুহিন আহমদ, সিলেট বিভাগীয় কমিটির ক্রিড়া সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক আঃ সামাদ।

বক্তব্য রাখেন, ছাইমা আক্তার, শামিমা আক্তার, শাকি আক্তার, হাওয়া বেগম, জাহানারা বেগম, রাইমা আক্তার, সুমা আক্তার, রুমানা বেগম, শর্মি বেগম, রতন দেবনাথ, দানিছ মিয়া, রুবেল আহমদ, ইমন আহমদ, রাফি আহমদ, রিপন, রাকিব মিয়া, রিদয়, মিনু, মজিব, আঃ হাবিব মইন, রিজন আহমদ, সাজু আহমদ, কাউছার আহমেদ প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহনকারীদের হাতে বিভিন্ন স্লোগান সম্ভলিত প্লেকার্ড সোভাপায়।

স্লোগান ছিল যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সভায় বক্তারা যে কোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৯ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930