শিরোনামঃ-

» স্বেচ্ছাধীন তহবিল থেকে অর্থ বিতরণ করলেন ড. মোমেন

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৪ | সোমবার

ডেস্ক নিউজঃ

স্বেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি।

সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টায় সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বন্ধু, গরীবের বন্ধু। সেজন্য টিসিবি’র মাধ্যমে নিত্যপণ্য দ্রব্য কমমূল্যে সরবরাহ, ৫০ লক্ষ পরিবারকে বিভিন্ন ভাতা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চালু আছে। যাতে জনগণ সুখে শান্তিতে থাকে। আজকের এ কার্যক্রম তারই অংশ। এটির কলেবর ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।

সহকারী কমিশনার নিশাত আনজুমের সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য শফিউল আলম জুয়েল, সদর আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, জেলা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক ও ডেইলি সিলেট মিডিয়ার বার্তা সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728