শিরোনামঃ-

» সিলেটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মহানগর জামায়াতের ঢেউটিন বিতরণ

প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২৪ | শনিবার

যেকোন দুর্যোগে আর্তমানবতার কল্যাণে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত থাকবে : আ.ন.ম শামসুল ইসলাম

ডেস্ক নিউজঃ

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুঝ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। সম্প্রতি শিলাবৃষ্টি ও ঝড়ে সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জামায়াত সাধ্যমতো সহযোগিতার হাত প্রসারিত করেছে। সরকারসহ সামর্থবানরা এগিয়ে আসলে ক্ষতিগ্রস্থ মানুষের কষ্ট কিছুটা দূর হবে। জামায়াতের এই মানবিক, সামাজিক ভালো কাজগুলো ক্ষমতাসীন গোষ্ঠী সহ্য করতে পারেনা। তাই নির্যাতনের স্টীম রোলার চালিয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করতে চায়। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে হামলা-মামলা, জেল-জুলুম ও ফাসি দিয়ে জামায়াতের অগ্রযাত্রা থামিয়ে রাখার সাধ্য কারো নেই। যে কোন দুর্যোগে আর্ত মানবতার কল্যাণে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, দেশ ও জাতি আজ গভীর সংকটে। দেশে আইনের শাসন নেই, মানুষের ভোটাধিকার নেই, ন্যায় বিচার নেই। সর্বত্র দুর্নীতি-লুটপাটের মহোৎসব চলছে। পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্টীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গোছালেও অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কোন ভুমিকা পালন করছেনা। এভাবে কোন দেশ চলতে পারেনা। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এক হতে হবে। জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি শনিবার (৬ এপ্রিল) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর ৩৭নং ওয়ার্ডের আখালিয়া বড়বাড়ী এলাকায় সম্প্রতি শিলাবৃষ্টি ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৩৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের ব্যবস্থাপনায় ঢেউটিন বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার, জালালাবাদ থানা আমীর মাওলানা আলাউদ্দিন, ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলার রিয়াজ মিয়া, সমাজসেবক ফয়জুল হক, সমাজসেবী আব্দুর রাজ্জাক রাজন ও ৩৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফেরদৌস আহমদ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031