শিরোনামঃ-

» জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ২৯. মার্চ. ২০২৪ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি: চট্ট-২৭৩৭ এর উদ্যোগে “রামাদ্বানের তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকালে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল ইসলাম একাডেমীতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি: চট্ট-২৭৩৭ এর সভাপতি মো: উমর আলী ভান্ডারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা ফজলে এলাহী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট শ্রমিক নেতা মো: আখতার হোসেইন, সিলেট জেলা বারের আইনজীবী সহকারী কাওছার আহমদ খসরু।

সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল গাজীর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহপরাণ থানা রিক্সা শ্রমিক ইউনিয়ন সিলেট-২৫ এর সভাপতি ইদ্রিস আলী, শাহপরাণ থানা ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান, বিশিষ্ট শ্রমিক নেতা মো: মখলিছ মিয়া, সমাজসেবী সৈয়দ আহমদ।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, হাফিজ সাইফুর রহমান। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সানোয়ার আলী।

সভায় বক্তারা বলেন, রমজান আমাদেরকে ত্যাগ, তিতিক্ষার শিক্ষা দেয়। রমজান মাস আত্মশুদ্ধির মাস। আমাদেরকে ত্যাগের মহিমায় মহিমান্বিত হতে হবে।

বক্তারা আরো বলেন, আমরা যারা শ্রমজীবী মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দুমুঠো খাবারের চেষ্ঠায় সর্বদা নিয়োজিত থেকে কার্যক্রম করে থাকি। কিন্তু সমাজে আমাদের মূল্যায়ন নেই। আমরা অন্যের কল্যাণে নিবেদিত থাকলেও আমাদের ক্ষেত্রে শুধু বৈষম্য হয়। এহেন অবস্থায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031