শিরোনামঃ-

» সিলেটে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৪ | বুধবার

ডেস্ক নিউজঃ

শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় সিলেট সদর উপজেলা পরিষদের হলরুমে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গনাইজেশন আরডব্লিউডিও এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরডব্লিউডিও সিলেট এর নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা এর সভাপতিত্বে ও আরডব্লিউডিও সিলেট এর ভলান্টিয়ার ওয়াই মুভ্স প্রজেক্ট মরিয়ম সরকার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা সিলেট বিভাগীয় কার্যালয়ের রিজিওনাল কনসালটেন্ট ডাঃ আব্দুল মান্নান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, সদর উপজেলা শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেটের উপ-মহাপরিচালক তপন বিকাশ তঞ্চাঞ্জা, ৬নং টুকের বাজার ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মেম্বার দিপালী গোয়ালা, ৬নং টুকেরবাজার ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার শ্রী রাম বাহাদুর, ৯নং ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম চৌধুরী, লাক্কাতুরা সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলাউর রহমান, একাত্তর কথা পত্রিকার সাংবাদিক লোকমান আহমদ।

আরডব্লিউডিও সিলেট এর ফাইনেন্স এন্ড এডমিন অফিসার মো. মহসিন রেজা ও আরডব্লিউডিও সিলেট এর প্রকল্প কর্মকর্তা-ওয়াই মুভ্স প্রজেক্ট মোঃ জাহিদুল ইসলাম রশিদ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা তথ্য সহায়তা কেন্দ্রের রহিমা বেগম এনি, ব্রাক জেলা সম্বনয় অফিসার অনিক আহমদ অপু, এনজিও ফোরাম সিলেট এর ম্যানেজার মোশারফ হোসেন, সিলেট যুব একাডেমি সম্বনয় ডালিয়া জামান, বাংলাদেশ ইকুয়েরিটি সোসাইটির নিবার্হী পরিচালক রোকসানা বেগম, লাক্কাতুরা চা-বাগানের শিক্ষিকা রেবা সিনহা, অভিভাবক এলি দাস, রেহানা দাস, শিক্ষিকা অর্পা দেব।

ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ লাক্কাতুরা চা বাগান এর সভাপতি অষ্টমনি লোহার, সহ সভাপতি সমীক লোহার, সংসদ সদস্য সমীর বারিক, শিশু সাংবাদিক ইমু দাস, সদস্য রেবেকা সরকার, সংসদ সদস্য সোনামনি লোহার, সদস্য দীপ্তি গোয়ালা, সোনালী গোয়ালা, শিশু গবেষক সুচিত্র লোহার, দুর্জয় লোহার, সদস্য নিশিতা মুদি, শিশু সাংবাদিক সুজিত গোয়ালা, অপুর্ব মুদি, সাংগঠনিক সম্পাদক আলোমনি গোয়ালা, যুগ্ম সাধারণ সম্পাদক সংগীতা লোহার।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930