শিরোনামঃ-

» ইয়াতিমদের নিয়ে সিলেট মহানগর জামায়াতের ইফতার

প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৪ | বুধবার

আর্থ-সামাজিক বৈষম্য দূরীকরণে মাহে রমজান হলো উজ্জ্বল দৃষ্টান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম

ডেস্ক নিউজঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। রমজান মাস হলো একটি বছরের প্রশিক্ষণের মাস। তাই পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যানে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া সুবিধাবঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না। সামাজিক বৈষম্য ও ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে মাহে রমজান হচ্ছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি বুধবার (১৩ মার্চ) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইয়াতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, জামায়াত নেতা মাওলানা আলা উদ্দিন, জাহেদুর রহমান চৌধুরী ও জুনাইদ আল হাবিব প্রমূখ।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ ও দেশ জাতির কল্যান সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930