শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দুয়ারে স্বাস্থ্য সেবা পৌছে দিতে কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৪ | বুধবার

ডেস্ক নিউজঃ

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, “প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দুয়ারে স্বাস্থ্য সেবা পৌছে দিতে কাজ করছি” তিনি বলেন, বিশ্বনাথের স্বাস্থ্য বিভাগের যে সমস্যা সে গুলো দ্রুত সমাধান করবো।

এসময় তিনি নতুন প্রজন্মকে আহ্বান জানান মুক্তিযোদ্ধের ইতিহাস হৃদয়ে ধারনের জন্য। তিনি আরও বলেন, কর্ণেল এমএজি ওসমানী সহ মুক্তিযোদ্ধের ইতিহাস রয়েছে আমার এই দাদুর বাড়ীতে সেগুলো সম্পর্কে জানবেন।

তিনি বুধবার (৬ মার্চ) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের (মন্ত্রীর দাদু) প্রয়াত হেমেন্দ্র দাশ পুরকায়স্থ (হেমবাবু)র বাড়ীতে এক পারিবারিক অনুষ্ঠানে এসব কথা বলেছেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সেচ্চাসেবকলীগ নেতা মঞ্জুর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিৎ সরকার।

এসময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুজাত আলী রফিক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, আওয়ামীলীগ নেতা অতুল দেব, জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম ফনিক, যুবলীগ নেতা চপল দাশ পুরকায়স্থ, বিষু দে, ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সহ আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করেন, সিলেট বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031