» আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটে ডেমোক্রেসি ইন্টারন্যশনাল আলোচনা সভা

প্রকাশিত: ০৫. মার্চ. ২০২৪ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যশানাল এর আয়োজনে নগরীর বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান।

ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট মহানগর মহিলা লীগের সভাপতি শাহনারা বেগম, মহানগর বিএনপির সভাপতি নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা মহিলা লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা বেগম কামরান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, ফাহিমা আহাদ কুমকুম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগে সদস্য সাবিনা সুলতানা, মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সরওয়ার সবুজ।

এছাড়াও সিভিল সোসাইটি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ওয়াহিদা আক্তার, ডিপার্টমেন্ট অফ ল’ এর সহকারি অধ্যাপক নুসরাত হাসিনা, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ইউনুছ চৌধুরী, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ রিপোর্টার দেবাশীষ দেবু, দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান।

আলোচনা সভায় নারী দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যগন কয়েকটি দলে বিভিক্ত হয়ে ‘নারীর সামগ্রিক অর্থনৈতিক চ্যলেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পর্যায়ের করনীয় গুলো তুলে ধরেন।

এছাড়াও রাজনৈতিক দল গুলো এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত এবং তাদের সম্ভাব্য করনীয় কি হতে পারে সেসকল বিষয়ও আলোচনায় উঠে আসে।

“নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিবাদ্যে আয়োজিত উক্ত আলোচনা সভায় সিভিল সোসাইটির ভূমিকা নিয়েও কাঠামোগত আলোচনা হয়।

এছাড়াও নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এসপিডাব্লিউ সাব-কমিটি ও এমএএফ সাব-কমিটির দুজন সদস্য তাদের কমিটির বেস্ট প্র্যাকটিস এবং অগ্রগতি তুলে ধরেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৪ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31