শিরোনামঃ-

» সাংবাদিক ফয়ছল খাঁনের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ০৪. মার্চ. ২০২৪ | সোমবার

ডেস্ক নিউজঃ

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন (রেজিঃ নং-৪৭৩৬৯০) সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সিলেট বাণী’র স্টাফ ফটো সাংবাদিক এবং সিলেট প্রেস ডটনেট এর সম্পাদক-প্রকাশক ফয়ছল খাঁন স্ব-পরিবারে যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকেলে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জিন্দাবাদরস্থ রাজা ম্যানশনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সোসাইটির সভাপতি আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান) এর পরিচালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিথিরা ফয়ছল খাঁনের যুক্তরাজ্যের যাত্রা নিরাপদ কামনা করে বলেন, বিদায় শব্দটি বেদনাদায়ক হলেও এ বিদায় আনন্দের। কারণ সে রেমিটেন্স যোদ্ধার সারিতে যুক্ত হবে। দেশের উন্নমনে অংশীদার হবে, সেটা আমাদের জন্য গর্বের। সত্য ন্যায়ের পক্ষে থেকে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া তার সম্পাদিত অনলাইন সিলেট প্রৈস যেনো বন্ধ না। তিনি দুস্থ, অসহায় ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে বিদেশে অবস্থান করেও যেন মহৎ কাজ করেন, সে আহবান জানানো হয়। দীর্ঘ দিনের সহকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা। পরে অতিথিরা তার হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ফয়ছল খাঁন বলেন, আজকের এ বিদায় চোখের আড়াল, মনের আড়াল নয়। জীবনের তাগিদে লন্ডন যাচ্ছি কিন্তু মনটা পড়ে থাকবে প্রিয় বাংলাদেশে, আপনাদের কাছে। বিশ্বের যে প্রান্তে যাইনা কেন সংবাদ ও সাংবাদিকতাকে আঁকড়ে ধরে বাঁচবো। সংবাদ আমার নেশা ও পেশা। গণমাধ্যম থেকে পৃথক হবো, এমটি কখনো ভাবনায়ও আসেনা। সকলের আন্তরিক সহযোগীয়তা ও সহমর্মিতা অব্যাহত থাকলে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যেকোনো প্রয়োজনে তাঁর সাথে যোগাযোগ করতে তিনি অনুরোধ জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখে, সোসাইটির সিনিয়র সহ সভাপতি সুনির্মল সেন, সহ-সাধারণ সম্পাদক মো. মহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খাঁন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ শহিদ আহমদ খাঁন, সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ, দৈনিক সিলেট বাণীর ফটো সাংবাদিক আশরাফ উল্লাহ ইমন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30