শিরোনামঃ-

» ভূমি ও আশ্রয়নের দাবিতে ভূমিহীনদের সমাবেশ

প্রকাশিত: ০১. মার্চ. ২০২৪ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

শুক্রবার (১ মার্চ’২৪) বিকেল ৫ঘটিকার সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির অর্ন্তভুক্ত মিরের চক শ্রমজীবী সংঘের উদ্যেগে সুরমার গর্ভে বিলীন হয়ে হাওয়া শতাধিক পরিবারকে ভূমি ও আশ্রয়নের দাবিতে কুশিঘাট বাজারে আলী আহমদ সভাপতিত্বে এবং ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রমজান আলী পটু’র পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি সুরুজ আলী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়া, শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সহ-সভাপতি আলাউদ্দিন (ঝাড়ু), জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, মিরেরচক শ্রমজীবী সংঘের অন্যতম নেতা পংকী মিয়া, ফারজানা আক্তার জেনি সহ প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট হতে বয়ে যাওয়া সুরমা নদীর গর্ভে বিলীন হয় শতাধিক মানুষজনের ভিটেমাটি। সিলেটের বিভিন্ন স্থানে সুরমার গর্ভে তলিয়ে যাওয়া পরিবারগুলো বসবাস করে আসছে।

জীবন বাজি রেখে বিভিন্ন মহাসড়কের পাশে বসতি স্থাপন করে নিদারুন দুঃখ কষ্টে জীবন পরিচালনা করছেন। এ সকল মানুষজনদের বাসস্থানের ব্যাপারে স্থানীয় কোনো জনপ্রনিধির কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।

আলী আহমদ তাঁর বক্তব্যে বলেন, এলাকার মেম্বার/চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ভোটের সময় দুয়ারে দুয়ারে আসলেও ভোটের পর তাদের আর কোনো দেখা মেলেনা।

বক্তারা অনতিবিলম্বে যাচাইসাপেক্ষে প্রকৃত ভূমীহীনদের সরকারি খাস জমি প্রদানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি উদাত্ত আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930