শিরোনামঃ-

» “স্বপ্নের ফেরিওয়ালা” এবং “রাজার চোখে বানের পানি” বইয়ের প্রকাশনা

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার

ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী ছড়াশিল্পের অনন্য এক দিকপাল: প্রফেসর হারুনুর রশীদ

ডেস্ক নিউজঃ

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক, নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সিলেট এর স্কুল এন্ড বিজনেস বিভাগের ডিন, বিশিষ্ট লেখক প্রফেসর হারুনুর রশীদ বলেছেন, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী ছড়াশিল্পের অনন্য এক দিকপাল। তার লেখনিতে সমাজের অসংঙ্গতি সহ ফুটে উঠে সামাজিক চরিত্র।

তিনি দীর্ঘদিন থেকে সিলেট সহ দেশে ছড়াশিল্পে ছন্দময় গতি ফিরিয়ে এনেছেন। প্রবাসে থেকেও তিনি যে লেখালেখি করছেন তা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমার বিশ^াস ছড়াকার সুফিয়ান চৌধুরী তার এই চর্চা অব্যাহতভাবে চালিয়ে যাবেন। নতুন প্রজন্মের জন্য তিনি এক দৃষ্টান্ত হয়ে থাকবেন।

তিনি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে, স্বদেশ ফোরাম ও ছড়া পরিষদ সিলেট এর সহযোগিতায় সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট এর “স্বপ্নের ফেরিওয়ালা” এবং “রাজার চোখে বানের পানি” বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আনন্দ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় এর সভাপতিত্বে আনন্দ আড্ডায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার বহুল প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী।

ছড়াকার রানা কুমার সিংহ ও এম আলী হোসাইন এর যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার। আলোচনা ও লেখা পাঠে অংশ নেন জয়নাল আবেদীন জুয়েল, হৃষীকেশ রায় শংকার, বাবুল আহমদ, শাহাদাত বখত শাহেদ, প্রনব কান্তি দেব, জান্নাত আরা খান পান্না, সেনুয়ারা আক্তার চিনু, অমিতা বর্ধন, বিমল কর, ডা. হারুন রশিদ শিকদার, মোহাম্মদ নুরুল ইসলাম, চন্দ্র শেখর দেব, আশরাফ মো. উজায়ের, মো. জহিরুল হক, সাদির হোসাইন, জুবের আহমদ সার্জন, শিপারা বেগম, কয়েছ আহমদ সাগর, মো. রিপন মিয়া, রওনক আহমদ এনাম, জসিম হাসান রাফি, সুপ্রিয় ব্যানার্জি শান্ত, নাহিদা নার্গিস, অঞ্জন কুমার পাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট এর “স্বপ্নের ফেরিওয়ালা” এবং “রাজার চোখে বানের পানি” বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৯ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30