শিরোনামঃ-

» সিলেটে ফিলিং ষ্টেশনের লোড বাড়ানোর দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২৪ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

সিলেটে ফিলিং ষ্টেশনের লোড বাড়ানোর দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার এসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মোঃ ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর বাপ্পি, সদস্য হুরায়রা ইফতার হোসেন, এলপিজি এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক এডভোকেট নাদিম রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ, আনহার উদ্দিন, স্যার জন রাসু, সাইমুম আলম সেতু প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট বিভাগের তীব্র জ¦ালানী (সিএনজি) সংকট নিয়ে চলমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বিভাগের জ¦ালানী সরবরাহকারী প্রতিষ্ঠান সমূহের সংগঠন হিসেবে বিদ্যমান অচলাবস্থা নিরূপণের নিমিত্তে সময়োপযোগী, জনবান্ধব ও কাঙ্কিত পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানান। অন্যান্য গ্যাস বিপনন প্রতিষ্ঠানের ন্যায় জালালাবাদ গ্যাসের আওতাধীন সিএনজি ষ্টেশন সমূহের লোড দৈনিক ১২ ঘন্টার পরিবর্তে ২০ ঘন্টা এবং মাসিক ২৬ দিনের পরিবর্তে ৩০ দিন বিবেচনা করে বর্তমান অনুমোদিত লোড বৃদ্ধিও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031