শিরোনামঃ-

» গ্যাস লোড বাড়ানোর দাবিতে জেলা প্রশাসক বরাবরে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২৪ | মঙ্গলবার

গ্যাসের সমস্যা সমাধান না হলে ২৮ ফেব্রুয়ারী থেকে কর্মবিরতি পালনের আহবান

ডেস্ক নিউজঃ

গ্যাস লোড বাড়ানো দাবীতে সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২১৫৯, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭, সিলেট জেলা অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক জোট- ২০৯৭, সিলেট জেলা ইমা, লেগুনা হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৩২৬ এবং সিলেট বিভাগ ট্র্যাংক লরি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২১৭৪ এর সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ এর পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বরাবরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর হাতে স্মরকলিপি প্রদান করেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, সহ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, কার্যকরী সভাপতি রুনু মিয়া, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি দিলু মিয়া, ইমা-লেগুনার সভাপতি মঈন মিয়া প্রমুখ।

এছাড়াও স্মরকলিপি প্রদানকালে সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ মাইক্রোবাস, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সা, অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক জোট, ইমা, লেগুনা হিউম্যান হুলার, ট্র্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরকলিপিতে উল্লেখ করা হয়- প্রায় ৩০-৪০ হাজার মিনিবাস, পিকআপ, নোহা, কার, হাইয়েছ, সিএনজি, লেগুনা শ্রমিকদের গ্যাস সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থাকা, দীর্ঘ লাইন অতিক্রম করে গ্যাস নিতে না পারা, গ্যাস নিতে অনিদ্রায় থাকার কারণে পরদিন গাড়ী চালাতে অসুবিধা হওয়া, দৈনন্দিন খরছ বহনে হিমসিম খাওয়া সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

সিলেটে সিএনজি ফিলিং ষ্টেশনে লোড বাড়ানো না হলে আগামী (২৭ ফেব্রুয়ারির) মধ্যে সমাধানের জোর দাবি জানান। অন্যতায় ২৮ ফেব্রুয়ারী (বুধবার) সকাল থেকে সিলেট জেলার সকল সিএনজি পাম্পে অনির্দিষ্টকালের জন্য গ্যাস, তেল নেওয়া বন্ধ সহ সর্বস্থরের সড়ক পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি পালন করার আহবান জনানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031