শিরোনামঃ-

» নলকট আনন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একুশে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, দর্শকদের উপচেপড়া ভীড়

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ
এ যেনো গ্রামীণ ফুটবলের এক বিশ্বকাপ হয়ে গেলো সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী নলকট উত্তরের মাঠে।

কয়েক স্তরে দর্শকদের উপস্থিতি। রাস্তার উপরে, খালের পারে, কিংবা মাঠের চতুঃপার্শ্বে, কোথাও দাঁড়াবার বিন্দুপরিমাণ জায়গা নেই। মাঠে দেশি এবং বিদেশী তারকাদের চমৎকার নৈপুণ্য। আক্রমণ পাল্টা আক্রমণে টান টান উত্তেজনাকর পরিবেশ। দর্শকদের মুহুর্মুহু হাততালি। দারুণ একটি উপভোগ্য ম্যাচ দেখলেন মাঠভর্তি কয়েক হাজার দর্শক। খেলায় ১-০ গোলে জয়লাভ করেছে ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের ঝৈনকার কান্দি স্পোর্টিং ক্লাব। রানারআপ হয়েছে মোগলগাঁও ইউনিয়নের ড্রাগন অব সতেরো।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) নলকট আনন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে “একুশে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. আজির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মালিক মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কান্দিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মাদ শাহানুর, সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. খলিলুর রহমান, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মনাফ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম টুনু মিয়া, জালালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্তকা আহমদ, কান্দিগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আল মামুন শাহিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, নলকট আনন্দ স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ হারুনুর রশিদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক, সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সাংবাদিক ওলিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, নলকট গ্রামের বিশিষ্ট মুরব্বী, খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী নুর মিয়া, মরম আলী, মকবুল আলী, বিশিষ্ট মুরব্বী ও রাজনীতিবীদ হাজী মইন মিয়া, তারা মিয়া, খুর্শিদ আলী, বিশিষ্ট মুরব্বী সিরাজ মিয়া, কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, খেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল খালিক, ইউপি সদস্য আব্দুল জলিল, কাছা মিয়া, ইউসুফ আলী, আলমগীর হোসেন আলম, সাবেক ইউপি সদস্য শাহনুর আলম, মনির আলী, আব্দুল মজিদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031