শিরোনামঃ-

» সিলেট বিভাগে রুপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার

গ্রাহকরা ভালো সার্ভিস পেয়ে আসছে বিধায় রূপালী ব্যাংকের আজকের এই অবস্থান : পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর

ডেস্ক নিউজঃ

রুপালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, সেবামূলক প্রতিষ্ঠানে যদি সেবার মান উন্নত হয়, তবেই সেই প্রতিষ্ঠানকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আর জীবনে তারাই সফল যারা জীবনে বহুদুর যায়। আমি আপনাদের নিয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করি।

তিনি বলেন, রূপালী ব্যাংকের বর্তমান অবস্থান আপনাদের সকলের সহযোগিতার ফলে।

গ্রাহকরা ভালো সার্ভিস পেয়ে আসছে বিধায় রূপালী ব্যাংকের আজকের এই অবস্থান। মহান রাব্বুল আল আমিন আমাদের মনের আকাঙ্খা পূরণ করে দিয়েছেন। আমরা যেন গর্ব করে বলতে আমরা রূপালী ব্যাংকের কর্মী।

সবাইকে এই প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। আগামীতেও যাতে রূপালী ব্যাংক আরো সফলতা অর্জন করে সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

তিনি শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সিলেটের এয়ারপোর্ট রোডের এডভেঞ্চার ওয়ার্ল্ডে আয়োজিত রুপালী ব্যাংক পিএলসি, সিলেট বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ব্যাংকার কমল ভট্টাচার্য্য এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।

এমপি নুরুল ইসলাম খান, প্রশান্ত কুমার শীল এবং পিও শেখ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এ ছাড়া ও রুপালী ব্যাংক পিএলসি এর বঙ্গবন্ধু পরিষদ ও সিবিএ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগের ৩টি জোনাল অফিসের জোনাল প্রধানগণ, ৫১টি শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্তিত ছিলেন।

এছাড়াও সিলেট বিভাগের রুপালী ব্যাংক পিএলসি এর অবসরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাগণ উপস্তিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728