শিরোনামঃ-

» তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সরকার আন্তরিক : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার প্রসারে আওয়ামী লীগ সরকার নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি আধুনিক ধ্যান-ধারণা ও তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সরকার আন্তরিক। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন স্মার্ট প্রজন্ম। এ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে।

তিনি শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ কতৃক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর মেরুদণ্ড তৈরি করেন শিক্ষকরা। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শিক্ষকদের সম্মান করেছেন। এরপর সম্মান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেতন-ভাতাসহ বিভিন্ন সুবিধা দিয়ে যাচ্ছেন শিক্ষকদের। শিক্ষার প্রসারে প্রতিটা স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণসহ শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রাখছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।’

রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে ও শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম সিফত আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী সদস্য আফরোজ বকত খোকন, শাহানুর হোসেন, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক আকমল হোসেন, সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফয়জুর রহমান, ছাত্রলীগ নেতা মাহবুবুল হাসান, তুজাম্মেল হোসেনসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, উক্ত স্কুলের শিক্ষক আসমত আলী ও গীতা পাঠ করেন উত্তম।

সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031