শিরোনামঃ-

» সিলেট বিভাগ গণদাবী পরিষদ ও আরো ৩টি সংগঠণের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২৪ | শনিবার

সিলেট টু আখাউড়া পর্যন্ত নতুন ডাবল রেল লাইন নির্মাণ ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল দ্রুত নির্মাণের দাবি

ডেস্ক নিউজঃ

বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে সিলেটিদের ভূমিকা অপরিসীম। প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা রেমিটেন্স সিলেটিরা প্রেরণ করেন। অথচ সুযোগ-সুবিধার ক্ষেত্রে সিলেটিদের ভোগান্তির শেষ নেই। আমেরিকা-কানাডা থেকে সিলেটে সরাসরি কোনো ফ্লাইট নেই। সিলেটিদের প্রাণের দাবি সিলেট টু আখাউড়া পর্যন্ত নতুন ডাবল রেল লাইন নির্মাণ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণের কাজ দ্রæতগতিতে সম্পন্ন করা ও সিলেট এয়ারপোর্টে মধ্যেপ্রাচ্যের ২/১টি ফ্লাইট উঠানামার অনুমতি প্রদান করা হোক।

সিলেট বিভাগ গণদাবী পরিষদ, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ও সিলেট বিভাগ গণদাবী ফোরোমের যৌথ উদ্যোগে সিলেট টু আখাউড়া পর্যন্ত নতুন ডাবল রেল লাইন নির্মাণ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল দ্রæত নির্মাণ ও সিলেট এয়ারপোর্টে মধ্যেপ্রাচ্যের ২/১টি ফ্লাইট উঠানামার অনুমতি প্রদানের দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।

শনিবার (৩ ফেব্রুয়াারি) দুপুরে সিলেট নগরীর অভিজাত একটি হোটেলের কনফারেন্স কক্ষে সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক আজিমুর রহমান বোরহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি মাসুদুল হক ছানু।

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেটের সভাপতি অ্যাডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী ও সিলেট গণদাবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।

মতবিনিময় সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল জব্বার জলিল, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সদর এসোসিয়েশন নিউইয়র্কের কমিউনিটি নেতা আলমগীর কুমকুম, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি নেতা ফকু চৌধুরী, দৈনিক সংলাপ সিলেটের সম্পাদক মো. ফয়জুর রহমান, প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি ফয়জুল হক জালালাবাদী।

মতবিনিময় সভায় বক্তারা সিলেটের উন্নয়নে বিভিন্ন মেগা প্রকল্পের দ্রত বাস্তবায়নে সিলেটের সচেতন নাগরিকদের কাছে লিফলেট বিতরণের মাধ্যমে জনমত তৈরি অথবা মানববন্ধন কর্মসূচি পালনের উপকমিটি প্রস্তাবের সিদ্ধান্ত নেন। এছাড়াও ১৮টি দাবি সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে সবাইকে সিলেটের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031