শিরোনামঃ-

» বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৪ | বুধবার

ডেস্ক নিউজঃ

বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পাঁয়তারার প্রতিবাদ সহ ভোটবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পূণঃনির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা।

বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে শিক্ষা কারিকুলাম থেকে সরাতে হবে। এটা মানুষকে অমানুষ বানোনোর চক্রান্ত।

সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের শিক্ষা কারিকুলামে এমন ঘৃণিত বিষয় থাকার কল্পনাও করা যায় না। অবিলম্বে বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করে পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে।

আর এই ভোটবিহীন অবৈধ নির্বাচন যেটাকে নির্বাচন বলা যায়না, যেটা ছিল একটা তামাশা। দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে তামাশা। আগে ছিল রাতের ভোটের নির্বাচন আর এবার জনগণ দেখলো ডামি নির্বাচন। এই ভোটবিহীন ডামি অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে অবিলম্বে পূণঃনির্বাচন দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, জেলা সহ সভাপতি মাওলানা আমীর উদ্দিন, নগর সহ সভাপতি ডা রিয়াজুল ইসলাম রিয়াজ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031