শিরোনামঃ-

» আকবেট এর উদ্যোগে ‘শিক্ষাবিদদের ক্ষমতায়ন ও ২১ শতকের শিক্ষণ দক্ষতা আয়ত্ত্বকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২৪ | রবিবার

ডেস্ক নিউজঃ

ইউকে-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) এর উদ্যোগে স্কুল পর্যায়ে শিক্ষকদের শিক্ষা দানে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘শিক্ষাবিদদের ক্ষমতায়ন ও ২১ শতকের শিক্ষণ দক্ষতা আয়ত্ত্বকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জানুয়ারি নগরীর হাউজিং এস্টেটস্থ আকবেট অফিসে দুই দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মোহাম্মদ এমদাদুল হক, অর্নব তালুকদার ও রেজওয়ান চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২২ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষকরা একুশ শতকের ছাত্র-ছাত্রী এবং ক্লাসরুমের উপযুক্ত বিভিন্ন শিক্ষা পদ্ধতি সম্পর্কে ধারনা লাভ করেন।

কর্মশালা পরবর্তী ফিডব্যাক সেশনে অংশগ্রহণকারী শিক্ষকরা এই উদ্যোগ গ্রহন করার জন্য আকবেটকে বিশেষ ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এইরকম আরো কর্মশালা আয়োজনের অনুরোধ জানান।

কর্মশালা সমাপ্তির দিনে অংশগ্রহণকারী শিক্ষকদের আকবেটের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আকবেটের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম।

দুইদিন ব্যাপি এ কর্মশালায় ক্যামব্রিজ গ্রামার স্কুল, কিডস ক্যাম্পাস, স্কলার্সহোম, বিবিআইএস, রয়েল এমসি একাডেমি ও স্কুল অব বিলিবার্ডস এর শিক্ষকগণ অংশগ্রহন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930