শিরোনামঃ-

» ইউসেপ’এ প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের সনদ বিতরন

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

দেশকে এগিয়ে নিতে হলে কারিগরী দক্ষতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে : ইউএনও নাছরীন আক্তার

ডেস্ক নিউজঃ

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেছেন কারিগরী শিক্ষা যুগোপযোগী প্রয়োজনীয় শিক্ষা বর্তমানে কারিগরী শিক্ষায় নারীরা পিছিয়ে আছে যে কোন ক্ষেত্রে নারীরা কাজ করা চ্যালেঞ্জিং। বর্তমানে নারীদের উন্নয়নে সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। আপনারা প্রশিক্ষনের মাধ্যমে যে দক্ষতা অর্জন করেছেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সে দক্ষতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। তিনি ইউসেপ বাংলাদেশ এবং ইউসেপ সিলেট অঞ্চলের কার্যক্রমের প্রশংসা করে ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট এর বিভিন্ন ট্রেড থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত সনদ গ্রহনকারীদের অভিনন্দন জানান। সিটি ফাউন্ডেশনের অর্থায়নে সিটি উইংস প্রকল্পের মাধ্যমে ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেইন্যান্স ট্রেড প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত নারীদের সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইনস্টিটিউট সিলেট অঞ্চলের আঞ্চলিক কার্যালয় (বটেশ্বর, খাদিমনগর, সিলেট) এর হল রুমে গত জানুয়ারি-এপ্রিল-২০২৩ সেশনে সিটি ফাউন্ডেশনের অর্থায়নে সিটি উইংস প্রকল্পের মাধ্যমে ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেইন্যান্স ট্রেড থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদেরকে সনদ বিতরন করা হয়। ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো: কাইউম মোল্লা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন, হেড অব টিভিইটি ইনস্টিটিউট মো: হুসাইন শাহীদ আনসারী। সোশ্যাল ইনক্লুশন টিম লীডার মনি রানী দাশ এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডিসেন্ট ্এমপ্লয়মেন্ট টিম লীডার মো: মনিরুজ্জামান, ডিসেন্ট এমপ্লয়মেন্ট অফিসার এ.কে.এম ফয়সাল করিম, ফ্যাসিলেটর মোঃ নজরুল ইসলাম, লিড ট্রেইনার মোঃ নুরুল ইসলাম প্রশিক্ষনার্থীদের মধ্যে শিরীন আক্তার ও ইমা বেগম।

উল্লেখ্য, ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট এর বিভিন্ন ট্রেড থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ২০জন নারীকে এ সনদ প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১১ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031