শিরোনামঃ-

» সিলেট জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

কোন ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা রোধ করা যাবেনা : শফিকুর রহমান

জনগণ ধ্বংসের রাজনীতি প্রত্যাখ্যান করেছে : আনোয়ারুজ্জামান চৌধুরী

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা রোধ করা যাবেনা। জনগন বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তাদের নৈরাজ্য প্রতিরোধে স্বেচ্ছা-সেবকলীগ মাঠে আছে, মাঠে থাকবে।

তিনি বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর উপশহর পয়েন্টে সিলেট জেলা ও মহানগর জেলা ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের ধ্বংসের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন। তাদের অবরোধ কর্মসূচি ব্যার্থ হয়েছে। জনগন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রাজনীতির পক্ষে।

তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় দেশের মানুষ পদ্মা সেতু পেয়েছেন, মেট্টো রেল পেয়েছেন, বঙ্গবন্ধু টানেল, উপগ্রহ এবং পরমানু বিদ্যুৎ কেন্দ্র পেয়েছেন। বিএনপি জামায়াত ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার লোভে গণবিরোধী কর্মসূচি দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। তাদের প্রতিরোধে জনগনকে সাথে নিয়ে মাঠে থাকবে যুবলীগ।

মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব এনাম উদ্দিন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর এডভোকেট সালেহ আহমেদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, মহানগর সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুজিব মালদার, জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি পিযুস কান্তি দাস, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মেট্টোপলিটন ইউনিভার্সিটির সভাপতি রিপন শেখ, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সুহেল করির, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাই মিয়া, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিল ফজলে রাব্বি চৌধুরী মাছুম, সিলেট জেলা কৃষকলীগের অধ্যাপক সামসুল ইসলাম, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাশু দাস মিঠু, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, জেলা সেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031