শিরোনামঃ-

» লায়ন্স ক্লাব অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে সিলেটে র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৩ | শনিবার

ডেস্ক নিউজঃ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে জেলা ৩১৫বি১ এর সিলেট বেইসড লায়ন্স ক্লাবসের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লায়ন্স শিশু হাসপাতালে পর্যন্ত র‌্যালী করেছে লায়ন্স ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি, লায়ন্স ক্লাব অব সিলেট সিটি, লায়ন্স ক্লাব অব সিলেট এমিনেট, লায়ন্স ক্লাব অব সিলেট রোজ, লায়ন্স ক্লাব অব সিলেট এগ্রিকালচার, ইউনিভার্সিটি।

র‌্যালীর শুরুতে বর্নীল বেলুন উড়িয়ে অক্টোবর সার্ভিস মাসের শুভ সুচনা করেন প্রধান অতিথি লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর জেলা গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, লেডি গর্ভনর শিরিন আক্তার রুবি, আইপিডিজি দেওয়ান নাসিরুল হক এমজেএফ, লায়ন সারওয়ার জাহান জামিল।

র‌্যালী পরবর্তী লায়ন্স শিশু হাসপাতালে ২০২৩-২০২৪ এর জেলা গভর্নর লায়ণ লুৎফুর রহমান এমজেএফ -এর গ্রেডার ফিলেশিপ বেটার সার্ভিস শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মুল বক্তব্য উপস্থাপন করেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসেস্ট্যান্ট প্রফেসর প্রনব কান্তি দাস।

অক্টোবর সার্ভিস মাস অবজারভেশন কমিটি সিলেট বেইসড এর চেয়ারম্যান লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ এর সভাপতিত্বে ও লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের এমজেএফ এর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-অক্টোবর সার্ভিস মাস অবজারভেশন কমিটির চেয়ারম্যান লায়ন মীর সফিকুল ইসলাম কনক, কেবিনেট সেক্রেটারি লায়ন আসিকুজ্জামান চৌধুরী ইমন, ট্রেজারার লায়ন আফজাল সরদার।

অনুষ্ঠান দু’টিতে আরো উপস্থিত ছিলেন, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন কে শেলী, লায়ন আসমা কামরান, লায়ন নাজনীন হোসেন, লায়ন শামসুল আলম খান সাজু, লায়ন সাজওয়ান আহমদ, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন এডভোকেট গংগেশ চন্দ্র দাশ, লায়ন আব্দুল্লাহ আল মামুন শ্যামল, লায়ন মুহিতুর রহমান এমজেএফ, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন মাহমুদা সুলতানা, লায়ন সানজিদা খাতুন, লায়ন হুমায়ুন আহমদ, লায়ন আনোয়ার রশিদ, লায়ন খালেদ বিন রশিদ, লায়ন আতাউর রহমান সেলু, লায়ন গৌতম বণিক প্রমুখ। সেমিনার শেষে সিলেটের সকল লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সিলেটে দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯ বার

Share Button

Callender

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930