শিরোনামঃ-

» মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৩ | শনিবার

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন : ভিপি শামীম

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানী নগর উপজেলা চেয়ারম্যান ভিপি শামীম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ বাস্তবায়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আনাচে-কানাচের উন্নয়ন করে যাচ্ছেন। যার মাধ্যমে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন। আর তাদের সন্তানরা প্রধনমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

তিনি শনিবার (৪ নভেম্বর) নগরীর মাছিমপুরস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মনোজ কাপালী মিন্টু এবং সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ এর যৌথ পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইবেন আজিজ লামা, দক্ষিণ সুরমা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম আহবায়ক মো. জাকারিয়া চৌধুরী জাকি, ফয়ছল আহমদ, মাওলানা সুরুকী, বিশ্বজিৎ দেব, সঞ্চিব দেব, ডিবজল পাত্র, বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মো. কবির আহমদ, সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি সুজিত চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড ও জৈন্তাপুর উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কমিটি ঘোষনা করা হয়।

মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সদস্যরা হলেন, সভাপতি মো. সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি রঞ্জিত দেবনাথ ময়না, মো. সোহাগ ইবনে নুর, রুপল মাহমুদ, আলী আহসান রুবেল, সাধারণ সম্পাদক মো. সাঈদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এজাজ আহমদ, সহ সাধারণ সম্পাদক আমিনুল রশিদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন দুলন, দপ্তর সম্পাদক আজিমুল হক বিশ্বাস মিটুন, অর্থ সম্পাদক কামাল আহমেদ, প্রচার সম্পাদক তরুণ দেবনাথ দুলু, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক তাহমিদুর রহমান, ত্রাণ সম্পাদক জিহাদ আহমেদ তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকায়েত হুসাইন শাকেল আলী, সদস্য এমদাদ হাসান, শেখ ফরহাদ মিয়া।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জৈন্তাপুর উপজেলার সদস্যরা হলেন, সভাপতি হাজী শামীম আহমদ, সহ সভাপতি মো. আব্দুল কাদির, মো. আব্দুস সালাম, আবুল হোসেন মোহাম্মদ হানিফ, মাস্টার মো. জসিম উদ্দিন, শাহিদুল হক শাহীন, মাওলানা ফয়জুল ইসলাম, সিরাজুল হক, মো. সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান, সাহিদুর রহমানদ সাহেদ, সেলিম আহমদ রানা, আশিকুর রহমান, বিলাল আহমদ, কানু কুর্মি, বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মনির আহমদ, নাজির আহমদ লস্কর, আল আমিন, ইয়াছিন মিয়া, হোসেন আহমদ, ইমরুল হাসান সাদ্দাম, হেলাল আহমদ, অর্থ সম্পাদক নুর উদ্দিন, প্রচার সম্পাদক আতিকুর রহমান মনাফ, দপ্তর সম্পাদক আব্দুস শুকুর, ত্রাণ ও পূর্ণভাসন বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক শেলী রানী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সমাজকল্যাণ সম্পাদক হারুন আহমদ, আইন বিষয়ক সম্পাদক ফিরোজ মিয়া, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামীম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আসান, প্রতিবন্ধি উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সদস্য আবুল হোসেন, জামাল আহমদ, মাসুক আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031