শিরোনামঃ-

» ফিলিস্তিনে ইসরাইল-মার্কীন আগ্রাসনের প্রতিবাদে খেলাঘরে’র প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

‘মৈত্রীর বন্ধনে শান্তিময় বিশ্ব চাই’ স্লোগান কে ধারন করে ফিলিস্তিনে বর্বর হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খেলাঘর সিলেট জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রতিবাদী মানববন্ধনে বক্তরা ফিলিস্তিনে ইসরাইল এর বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানান এবং মার্কিন সামরাজ্যবাদের আগ্রাসন পৃথিবীর মুক্তিকামী মানুষের অধিকার কেড়ে নিয়ে সামরাজ্যবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে লিপ্ত হয়েছে।

মুক্তিকামি মানুষ এর বিরোদ্ধে প্রতিবাদী সংগ্রাম গড়ে তুলবে এবং তা প্রতিহত করবে। মানববন্ধন থেকে অবিলম্বে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ এবং শিশু-কিশোর বৃদ্ধ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবিলম্বে ত্রান সামগ্রী পৌছানোর ব্যবস্থা করতে জাতীসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক তপন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য প্রদান করেন খেলাঘর কেন্দ্রিয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহ-সভাপতি কবি সিরাজ উদ্দিন শিরুল, উদীচী সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবত পাল মিঠু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মনিষা ওয়াহিদ, সোপান শিশু সংস্কৃতি বিদ্যালয়ের অর্থ সম্পাদক শ্যামল চন্দ্র দে, অনন্দ খেলাঘর আসরের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছ, পুষ্পহাসি খেলাঘর আসরের সহ- সভাপতি অভিনন্দন ধর চৌধুরী রাতুল, মুক্তমন খেলাঘর আসরের সম্পাদক গোলাম আফিফ চৌধুরী ইয়াফি প্রমূখ।

এছাড়া ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাউল শীতন বাবু, দুলাল আহমদ, তাহের, ওয়াফি, ওয়ামি, জাহরা, ফারিহা, শতুদী প্রমূখ। বক্তরা ফিলিস্তিনে ইসরাইল এর বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানান।

মার্কিন সামরাজ্যবাদের আগ্রাসন পৃথিবীর মুক্তিকামী মানুষের অধিকার কেড়ে নিয়ে সামরাজ্যবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে লিপ্ত হয়েছে। মুক্তিকামি মানুষ এর বিরোদ্ধে প্রতিবাদী সংগ্রাম গড়ে তুলবে এবং তা প্রতিহত করবে। মানববন্ধন থেকে অবিলম্বে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ এবং শিশু বৃদ্ধ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবিলম্বে ত্রান সামগ্রী পৌছানোর ব্যবস্থা করতে জাতীসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৯২ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031