শিরোনামঃ-

» শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ফ্রেন্সিস-ক্যারলি

প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক ব্যবস্থাপনায় “শিশু ও কিশোর- কিশোরীদের ক্ষমতায়নের লক্ষ্যে খেলাধুলা” বিষয়ক প্রোগ্রাম পরিদর্শন করেন কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী মিসেস ফ্রেন্সিস-ক্যারলি, এঅঈ উক্ত প্রোগ্রামে শিশু ও কিশোর-কিশোরীদের ফুটবল ইভেন্ট, কাবাডি ইভেন্টসহ সচেতনতামূলক সেশন পর্যবেক্ষণ করেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সিলেটের কালাগুল চা বাগানে খেলাধুলা বিষয়ক সার্বিক প্রোগ্রাম পরিদর্শনে তারা খুব মুগ্ধ হন এবং শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিকসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় পরিদর্শন প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন, সিলেটের মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মিসেস শাহিনা আক্তার, জেলা ক্রীড়া অফিসা মো: নূর হোসেন, ঢাকার চাইল্ড প্রটেকশন অফিসার ইউনিসেফ রায়হানুল হক, চাইল্ড প্রটেকশন সেকশন প্রোগ্রাম কো-অর্ডিনেটর (গড়ুং) সানজিদা ইসলাম,অত্র বাগানের ম্যানেজার কামরুজ্জামান, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ঢাকার ঠঅঈ কো-অর্ডিনেটর ইউনিসেফ ওমর ফারুক আকন্দ, অত্র বাগান পঞ্চায়েত প্রধান রঞ্জিত নায়েক রঞ্জু, কালাগুল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সিপিসিএম (ইউনিসেফ) মাওলানা শফিকুল ইসলাম, সিপিসিএম (ইউনিসেফ) পলাশী মজুমদার, (সিএফ) ইউনিসেফ আকলিমা আক্তার আখি ও রহিমা বেগম, সিলেট ধারাভাষ্য সমিতির সহ-সভাপতি আব্দুল আহাদ, ফুটবল কোচ ফয়েজ আহমেদ, কাবাডি কোচ মাহমদ আলী, এছাড়া চা বাগানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ ক্রীড়া অনুরাগী সহ¯্রাধিক ব্যক্তিবর্গ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031