শিরোনামঃ-

» অবিলম্বে দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হককে মুক্তি দিন জননেতা মাওলানা ইকবাল হুসাইন

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৩ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক সহ উলামায়ে কেরামদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুময়া বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিশাল মিছিল নিয়ে সিটি পয়েন্টে মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার মুহতারাম সভাপতি জননেতা মাওলানা ইকবাল হুসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ ৩০ মাস যাবত আমাদের দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক মিথ্যা মামলায় কারা বন্দি রয়েছেন। তিনি অবিলম্বে দলীয় মহাসচিব সহ বন্দি সকল আলেমদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে জননেতা মাওলানা গাজি রহমত উল্লাহ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের জনগন দিশেহারা পড়েছে। তাই জরুরী ভিত্তিতে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্ষয়ক্ষমতা ভিতরে নিয়ে আসতে হবে। সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দেওয়ার জোর দাবি জানান।

বিক্ষোভ মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ক্বারী মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ, মাওলানা কমর উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মাহবুবুল হক, মহানগর সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা: মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েস আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ নাসির আহমদ, মহানগর বায়তুল মাল সম্পাদক রোটারিয়ান মাওলানা ইলিয়াছুর রহমান, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফয়জুননুর, জেলা অফিস সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, মহানগর অফিস ও প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, সহ-অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মুহাম্মদ শাব্বির আহমদ, মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুয়াদ, মাওলানা আব্দুল মতিন, মুহাম্মদ আবুল কাশেম, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মুহাম্মদ মেরাজ আলী, সুলতান আহমদ, মাওলানা মিফতাহুর রহমান চৌধুরী, মাওলানা হুসাইন আহমদ ইসলাহ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা নজির আহমদ, মাওলানা ওমর ফারুক, মুহাম্মদ আব্দুল বাসিত, মুহাম্মদ আক্তার হোসাইন, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৭ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728