শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন সিলেট মহানগর যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সাথে নিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার নবগঠিত সিলেট মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দসহ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় সিলেট মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট সিটি কর্পোরেশনের আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমিও একজন যুবলীগের কর্মী ছিলাম, আমি আশা করি সিলেট মহানগর যুবলীগ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতীতের ন্যায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, তিনি আগামী জাতীয় নির্বাচনে অগ্রণী ভূমিকা পালনের জন্য সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বিএনপি জামাতের সকল নৈরাজ্য ও ষয়যন্ত্রকে রাজপথে প্রতিহত করতে সিলেট মহানগর যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ রয়েছেন, সকল অপশক্তি মোকাবেলায় মহানগর যুবলীগ রাজপথে আছে এবং থাকবে।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গার বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নে সিলেট মহানগর যুবলীগ সর্বদা কাজ করে যাচ্ছে, তিনি আরো বলেন, ইনশাআল্লাহ সকল অপশক্তি মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগ প্রস্তুত রয়েছে।

এর আগে গতকাল ১০ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের এর সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সিলেট মহানগর যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং পরে বিকালে বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজল হক মনিসহ ৭৫ এর পনেরো আগস্ট নিহত সকল শহীদদের কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031